সুপার লিগের ফাইনালে উঠল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে প্রথম ইনিংসে পিছনে ফেলে। আগামী শনিবার থেকে ইডেনে গোলাপি বলে চার দিনের সুপার লিগ ফাইনাল। যার আগে দুই দল মাত্র এক দিন প্র্যাকটিস পাচ্ছে। শুক্রবার দু-আড়াই ঘন্টার বেশি প্র্যাকটিসের সুযোগ পাবে না ভবানীপুর ও মোহনবাগান। দুই দলই অন্তত দু’দিন গোলাপি বলে অনুশীলন চেয়েছিল। কিন্তু সিএবি মাত্র দু’টো করে গোলাপি বল দিচ্ছে। আর মাত্র এক দিন প্র্যাকটিস। বাগানের ৬১১-র জবাবে এ দিন ইস্টবেঙ্গল ৩৩৭ অল আউট হয়ে যায়। পরে মোহনবাগান ১৮ ওভারে তোলে ১০৮-৩।