রবীন্দ্র সরোবরে শুক্রবার মোহনবাগানের ডাফি-শোয়ের পর শনিবার পুণের বালেওয়াড়িতে ইস্টবেঙ্গলের প্লাজা-ম্যাজিক।
কিন্তু তার পরেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ সবুজ-মেরুন ও লাল-হলুদের দুই কোচ।
বাগান কোচ সঞ্জয় সেন যেমন তাঁর মঙ্গলবার ঘরের মাঠে প্রতিপক্ষ মিনার্ভা পঞ্জাব নিয়ে প্রশ্ন করলেই বলছেন, ‘‘প়ঞ্জাবীদের ফুটবল প্রতিভা গোটা দেশ জানে। কাজেই বিপক্ষকে সহজ ভাবে নেওয়ার প্রশ্নই নেই। টিভিতে ওদের খেলা দেখেছি এর আগে। মিনার্ভা টিমটা শেষ পর্যন্ত লড়ে।’’
ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানও ঠিক সেই সুরেই গোয়া থেকে তাঁর বুধবারের প্রতিপক্ষ সম্পর্কে বলে দেন, ‘‘গোয়ার মাঠে চার্চিল ব্রাদার্স সব সময় কঠিন প্রতিপক্ষ। সে যতই ওদের টিম আই লিগে নতুন হোক না কেন! ম্যাচটা বেশ টাফ।’’
সবুজ-মেরুন কোচের প্রধান চিন্তা তাঁর টিমের পারফরম্যান্স। সংযত গলায় বলছেন, ‘‘পর পর দু’ম্যাচে জিতে ছ’পয়েন্ট পেলেও টিমের খেলায় আমি খুশি নই। বেশ কিছু ভুল হচ্ছে। এ বার যে পাসিং ফুটবলটা খেলার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা, তা মাঠে নেমে ঠিকঠাক হচ্ছে না।’’
মর্গ্যানের আবার আফসোস, এ দিন পুণে থেকে গোয়া পৌঁছাতে দেরি হওয়ায় মাঠে গিয়ে চার্চিল ব্রাদার্সের ম্যাচ দেখতে না পাওয়া। দুপুর আড়াইটা নাগাদ গোয়া পৌঁছে লাঞ্চের পর হোটেলের ঘরেই টিভি চালিয়ে চার্চিলকে একপ্রস্ত জরিপ করে নেন লাল-হলুদের সাহেব কোচ। যে ম্যাচে শুরুতে ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোলে মুম্বই এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ হারল চার্চিল। সন্তোষ কাশ্যপের মুম্বই এফসি-র হয়ে গোল প্রথমে সমতা ফেরান ভিক্টোরিনো ফার্নান্ডেজ। ইনজুরি টাইমে জয়ের গোল করণ সাহনির। মর্গ্যান যদিও তা সত্ত্বেও বলছেন, ‘‘মুম্বইয়ের কাছে হারলেও চার্চিল লড়াকু দল। বারাসতে মোহনবাগানের বিরুদ্ধে ভাল লড়াই দিয়েছিল। বরং আমাদের বিরুদ্ধে ওদের জেতার তাগিদ থাকবে।’’
মোহনবাগান কোচের সামনে আবার প্রশ্ন তাঁর হাইতিয়ান ক্রাউড পুলার সনি নর্ডিকে নিয়ে। এ দিন সকালে রবীন্দ্র সরোবরে টিমের প্র্যাকটিস সেশনেও সমর্থকদের জটলা থেকে কোচের উদ্দেশে প্রশ্ন উঠল, মঙ্গলবার মিনার্ভার বিরুদ্ধে শুরু থেকেই সনি নর্ডিকে নামানো হবে কি না। বাগান কোচ অবশ্য তার কোনও স্পষ্ট উত্তর দেননি। সাংবাদিকদের বলেন, ‘‘এখনও সনি ও এডুয়ার্ডোকে কিছুটা দেখা বাকি রয়েছে। সোমবার আরও একটা প্র্যাকটিস সেশন পাব। তার পর সিদ্ধান্ত নেব ওদের দু’জনকে মিনার্ভার বিরুদ্ধে নামাব কি না।’’ সঙ্গে তিনি সনি সম্পর্কে এটাও বলে দেন, ‘‘আমাদের টিমে সনি গুরুত্বপূর্ণ সদস্য। কাজেই সনিকে নিয়ে তাড়াহুড়ো নয়।’’
এ দিন ক্লান্তির কারণে টিমের সঙ্গে প্র্যাকটিস করেননি কিংশুক, আনাস, প্রীতম এবং বলবন্ত। এ দিনই টিমের সঙ্গে বল নিয়ে প্র্যাকটিস করলেন সনি। তিনি যদিও বলছেন, ‘‘রবীন্দ্র সরোবরে আইএসএলের ম্যাচ খেলেছি। মাঠটা বেশ ভাল। কোচ চাইলে মাঠে নেমে পড়ব।’
মহমেডানে ভাসুম: দ্বিতীয় ডিভিশন আই লিগের আগে ঘর গোছাতে নেমে পড়ল মহমেডানও। মাঝমাঠ ও রক্ষণকে পোক্ত করতে ভাসুম ও ফুলচাঁদ হেমব্রমকে সই করাল সাদা-কালো শিবির। টিমের কোচ রঞ্জন চৌধুরী বলছেন, ‘‘টিমের তিন বিদেশি যারা ছিল তারাই থাকছেন। সময় ও বাজেট দু’টোই কম। কর্তারা যে দল দিচ্ছেন তা নিয়েই লড়তে হবে।’’