ফুটবলের ডার্বিতে শুক্রবার জিতেছিল মোহনবাগান। শনিবার ইডেনে ক্রিকেটের ডার্বিতেও জিতল সবুজ-মেরুন শিবির। টানটান উত্তেজনার মধ্যে বেঙ্গল টি২০ চ্যালেঞ্জে মোহনবাগান ১ রানে হারাল ইস্টবেঙ্গলকে।
টস জিতে প্রথমে ব্যাট করে মোহনবাগান ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১২১ রান। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৭ বাউন্ডারি ও একটি ছয় মারেন তিনি। প্রধানত অনুষ্টুপের হাফ সেঞ্চুরিই মোহনবাগান ইনিংসকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। রান পান বিবেক সিংহও। ৪৪ বলে তিনি করেন ৪১। ইস্টবেঙ্গলের সফলতম বোলার কনিষ্ক শেঠ (৩-৩১)। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়লেন মুকেশ কুমার।
জেতার জন্য ইস্টবেঙ্গলের সামনে বড় লক্ষ্য ছিল না। করতে হত ১২২ রান। কিন্তু শুরুটা ভাল হয়নি। ৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে লাল-হলুদ দল তুলল ১২০। সায়ন মন্ডলের (৬৬ বলে অপরাজিত ৫২) লড়াই কাজে এল না। ৬ রানে ৩ উইকেট নিলেন মোহনবাগানের স্পিনার ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। আকাশ দীপ ২৪ রানে নিলেন ২ উইকেট।