এরিয়ান— ২ মোহনবাগান— ১
এরিয়ানের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছিলেন, মোহনবাগানই আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। ঠিকই বলেছিলেন সবুজ-মেরুনের স্পেনীয় কোচ। আসলে তিনি বলতে চেয়েছিলেন, তাঁরাই পারেন মোহনবাগানকে ডোবাতে। আবার তাঁর ছেলেরাই পারেন সবুজ-মেরুনকে জেতাতে।
ডার্বি ম্যাচের পরে বেইতিয়াও একই কথা বলেছিলেন। বৃহস্পতিবার অন্য ছবি কল্যাণীতে। এ দিন এরিয়ান ২-১ হারিয়ে দিল মোহনবাগানকে। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে একাধিক বার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল সবুজ-মেরুন শিবির। কখনও সালবা চামোরো আবার কখনও ভিপি সুহের গোলের সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়। ৬৩ মিনিটে কুটির পাস থেকে এমা গোল করে এগিয়ে দেন এরিয়ানকে।