Advertisement
E-Paper

তিন পয়েন্টের স্বপ্ন দেখাচ্ছেন সেই সনিই

আই লিগে প্রথম পর্বের ম্যাচে এই রিয়াল কাশ্মীরকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে ফিরেছিল মোহনবাগান। কিন্তু তার পরে আই লিগের চালচিত্র অনেকটাই বদলেছে।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৩:৫২
মহড়া: রিয়াল কাশ্মীর ম্যাচের প্রস্তুতি ডিকা, সনিদের। ছবি: সুদীপ্ত ভৌমিক

মহড়া: রিয়াল কাশ্মীর ম্যাচের প্রস্তুতি ডিকা, সনিদের। ছবি: সুদীপ্ত ভৌমিক

অনুশীলনে নামার কথা ছিল সকাল ন’টায়। মোহনবাগান তাঁবুর ভিতর কোচ শঙ্করলাল চক্রবর্তী বিশেষ ক্লাস করে দলবল-সহ মাঠে নামলেন আধ ঘণ্টা পরে। মাঠে নেমেই সবুজ-মেরুন সমর্থকদের হৃদয় সনি নর্দে ফের আলোচনায় ডুবে গেলেন কোচ, স্টপার কিংসলে, স্ট্রাইকার দিপান্দা ডিকা ও হেনরি কিসেক্কার সঙ্গে। তার পরে হাইতির এই ফুটবলার পড়লেন লেফ্ট ব্যাক অভিষেক আম্বেকরকে নিয়ে। মাঠের ভিতর এই সব টুকরো-টাকরা আলোচনার পরেই শনিবার সকালে মোহনবাগানে শুরু রিয়াল কাশ্মীর ম্যাচের প্রস্তুতি।

আই লিগে প্রথম পর্বের ম্যাচে এই রিয়াল কাশ্মীরকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে ফিরেছিল মোহনবাগান। কিন্তু তার পরে আই লিগের চালচিত্র অনেকটাই বদলেছে। ১১ দলের আই লিগে এই মুহূর্তে ১৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে মোহনবাগান। আর সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রিয়াল কাশ্মীর। যারা এ বারই প্রথম খেলছে আই লিগে।

মোহনবাগান কোচের গলায় তাই কাশ্মীরের দলটি নিয়ে বাড়তি সম্ভ্রম। বলছেন, ‘‘প্রথম পর্বের ওই জয় ভুলে গিয়েছি আমরা। পরিস্থিতি এখন অনেকটাই পাল্টেছে। ওদের চেয়ে আমরা এখন পিছিয়ে। ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভাল। আগের ম্যাচেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত রেখেছে যুবভারতীতে। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে। তাই এই ম্যাচটার গুরুত্ব আমাদের কাছে প্রবল।’’

লিগ তালিকায় ছয় নম্বরে থাকলেও, মোহনবাগান সমর্থকরা এখনও আশাবাদী, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব।

ঘরের মাঠেই ডার্বি-সহ পরবর্তী পাঁচ ম্যাচ খেলবে শঙ্করলাল চক্রবর্তীর দল। এই পাঁচ ম্যাচ টানা জিতলেই ফের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলে যাবে মোহনবাগানের সামনে। সবুজ-মেরুন শিবিরের কোচ তাই বলছেন, ‘‘দিন কয়েক আগে বলেছিলাম, জানুয়ারি মাসে বোঝা যাবে মোহনবাগান আই লিগে কী করতে পারে। এ বার বলছি, রবিবারের ম্যাচ অনেক কিছু ঠিক করে দেবে। তাই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আমাদের জিততেই হবে। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চাই। সে কথা ছেলেদের মাথায় ঢুকিয়ে দিয়েছি।’’

কিন্তু ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ মানেই তো এ বারের আই লিগে নানা অঘটনের সম্মুখীন হতে হয়েছে মোহনবাগানকে। তার উপর রক্ষণের ভুলভ্রান্তি। ১০ ম্যাচে ১২ গোল খেয়েছে মোহনবাগান। যার মধ্যে চারটি আবার সেট পিসে। সে প্রসঙ্গ উঠলে মোহনবাগান কোচ সবাইকে থামিয়ে বলে ওঠেন, ‘‘ভুল শোধরানোর চেষ্টা চলছে মাঠে ও মাঠের বাইরে। রক্ষণ, ঘরের মাঠ— এ সব ভুলে তিন পয়েন্টের খোঁজে নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে।’’

মোহনবাগানের পক্ষে সুখবর, ইতিমধ্যেই ম্যাচ ফিট হয়ে গিয়েছেন সনি নর্দে। তাঁকে রেখেই রবিবারের ম্যাচের দল সাজাচ্ছে মোহনবাগান। আর তিন পয়েন্ট জেতার স্বপ্নও তাঁকে ঘিরেই। সে জন্য প্রয়োজনে ৪-২-৩-১ ছক ছেড়ে ৪-৪-২ ছকের অঙ্কও তৈরি। গত কয়েক দিনের অনুশীলন দেখে বোঝা যাচ্ছে, রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে শঙ্করলালের রণনীতি দু’টি। এক, মিশরীয় ফুটবলার ওমর এলহুসেইনিকে সেন্ট্রাল মিডফিল্ডে ইউতা কিনোয়াকির পাশে খেলানোর একটা ক্ষীণ পরিকল্পনা রয়েছে সবুজ-মেরুন শিবিরে। সে ক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে বসতে পারেন দিপান্দা ডিকা বা হেনরি কিসেক্কার মধ্যে এক জন। দুই, ঘরের মাঠে ডিকা-হেনরি জুটিকে আক্রমণে রেখে বিপক্ষের থেকে তিন পয়েন্ট ছিনিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। এ ক্ষেত্রে বসবেন ওমর। তবে শেষ পর্যন্ত কোন রণনীতি মোহনবাগান কোচ বাছবেন, তা বুঝতে দেননি শঙ্করলাল।

অন্য দিকে, রিয়াল কাশ্মীর শেষ ছয় ম্যাচে অপরাজিত। যার মধ্যে তিনটিই ঘরের বাইরে। তাদের কোচ ডেভিড রবার্টসন স্কটল্যান্ড জাতীয় দলের প্রাক্তন ফুটবলার। অতীতে খেলেছেন স্যর অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে। সাংবাদিক সম্মেলনে এ দিন তিনি এসেছিলেন ব্যান্ডেলের ছেলে আভাস থাপাকে নিয়ে। যিনি আবার মোহনবাগান অ্যাকাডেমির ফসল। রিয়াল কাশ্মীর কোচ বলছেন, ‘‘চেন্নাই ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ছেলেরা প্রত্যাশা অনুযায়ী খেলেছে। ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে আমরা জিততে পারিনি। রবিবার সেই পুরনো ভুল করা চলবে না।’’ সঙ্গে যোগ করেন, ‘‘মোহনবাগান আগের ম্যাচ হেরেছে তাই জেতার জন্য মরিয়া হবে ওরা। রক্ষণকে সতর্ক থাকতে হবে সনি নর্দেদের বিরুদ্ধে।’’

মোহনবাগান অ্যাকাডেমির প্রাক্তনী লেফ্ট ব্যাক আভাসও বলছেন, ‘‘মোহনবাবাগানে খেলার স্বপ্ন ছিল। তা যখন পূর্ণ হয়নি, রবিবার ওদের বিরুদ্ধেই সেরা ম্যাচটা খেলতে চাই।’’

রবিবার আই লিগে

মোহনবাগান বনাম রিয়াল কাশ্মীর (যুবভারতী, দুপুর ২.০০, সরাসরি স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে)।

Football সনি নর্দে Mohun Bangan মোহনবাগান I-League Real Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy