Advertisement
২০ এপ্রিল ২০২৪
ATK

বিজ্ঞাপনে ক্ষোভ সবুজ-মেরুনে 

এই ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে শুরু করেন সবুজ-মেরুন সমর্থকেরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০৪:৫২
Share: Save:

আইএসএলের ক্রীড়াসূচি ঘোষণা হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে তৈরি হল বিতর্ক।

শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় আইএসএলের হ্যান্ডলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে দেখা যাচ্ছে, বাবা মোহনবাগানের সমর্থক, ছেলে এটিকের ভক্ত। দু’জনে প্রিয় দলের জার্সি একটি ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। সেই সময় সৌরভ বলছেন, ‘‘এটিকে-মোহনবাগান যখন এক হয়ে মাঠে নামবে, তখন আমাদের জেতা আটকাবে কে?’’ তার পরের দৃশ্যেই দেখা যাচ্ছে ওয়াশিং মেশিনের ভিতর থেকে এটিকে-মোহনবাগানের জার্সি বার করে পরে উল্লাস করতে করতে বারান্দায় গিয়ে দাঁড়ালেন বাবা-ছেলে। নীচে রাস্তায় লাল-হলুদ জার্সি গায়ে দু’জনকে দেখে চিৎকার করে বলছেন, ‘‘এ বার আমরা জিতব।’’ উল্টো দিকের বারান্দা থেকে আরও দুই লাল-হলুদ সমর্থকের পাল্লা জবাব, ‘‘আমরাও কিন্তু মাঠে আছি। আমাদের ভুলে গেলে নাকি?’’

এই ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে শুরু করেন সবুজ-মেরুন সমর্থকেরা। ঘণ্টাখানেকের মধ্যেই এটিকে-মোহনবাগান বোর্ডের অন্যতম এক ডিরেক্টর বিবৃতি দেন, ‘‘এটিকে-মোহনবাগানের তরফে আমি আশ্বস্ত করছি, আমাদের বোর্ড সমর্থকদের আবেগকে সম্মান করবে। আমাদের শীর্ষ কর্তারা গুরুত্বের সঙ্গে এই বিষয়টা দেখছেন। আইএসএলের তরফে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।’’ এ দিকে শনিবার গোয়ায় অনুশীলনে চোট পেয়েছেন এটিকে-মোহনবাগানের স্ট্রাইকার জবি জাস্টিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATK Mohun Bagan ATKMB football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE