Advertisement
E-Paper

সনিকেই অস্ত্র করে চার্চিলকে হারানোর রণনীতি

হাওড়ার এক মোহনবাগান সমর্থক তাঁর শিশুকন্যার জন্মদিনের কেক কাটলেন সনি ও দিপান্দা ডিকাকে নিয়ে। 

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৩:৫৪
প্রস্তুতি: ডিকার সঙ্গে চার্চিল বধের মহড়ায় সনি। ছবি: সুদীপ্ত ভৌমিক

প্রস্তুতি: ডিকার সঙ্গে চার্চিল বধের মহড়ায় সনি। ছবি: সুদীপ্ত ভৌমিক

ভবানীপুরের সবুজ-মেরুন সমর্থক বাঙালি গৃহবধূ শনিবার সকালে মোহনবাগানের অনুশীলন শেষ হতেই এগিয়ে গেলেন সনি নর্দের দিকে। গোলের আর্জি জানিয়ে দু’হাত চেপে ধরেন সনির। বলেন, ‘‘তোমার গোল দেখতে রবিবার মাঠে যাব।’’

হাওড়ার এক মোহনবাগান সমর্থক তাঁর শিশুকন্যার জন্মদিনের কেক কাটলেন সনি ও দিপান্দা ডিকাকে নিয়ে।

শ্যামবাজার থেকে অনুশীলন দেখতে আসা আর এক সমর্থক আবার সনিরই স্কেচ ফ্রেমে বাঁধিয়ে উপহার দিলেন। আপ্লুত সবুজ-মেরুন তারকা বললেন, ‘‘সবুজ-মেরুন সমর্থকদের কাছ থেকে এ রকম উপহার কত যে পাই, তা গুনে শেষ করতে পারব না। গোল করে ওদের মুখে হাসি ফোটানো এ বার আমার কাজ।’’

শনিবারের সকালে মোহনবাগান অনুশীলনে এই প্রিয় ফুটবলারকে নিয়ে সমর্থকদের আবেগের কোলাজই বলে দেয়, পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচে কটক ও শ্রীনগর থেকে দল ছয় পয়েন্ট নিয়ে ফেরার পরেই চনমনে মোহনবাগান।

চার ম্যাচে আট পয়েন্ট পেয়ে মোহনবাগান এই মুহূর্তে এগারো দলের আই লিগে দ্বিতীয় স্থানে। আজ, রবিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ গোয়ার চার্চিল ব্রাদার্স। মোহনবাগানের সমান সংখ্যক ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গোয়ার দলটি পঞ্চম স্থানে। মোহনবাগানের মতো এ বারের আই লিগে এখনও অপরাজিত চার্চিল ব্রাদার্স। তাদের রোমানিয়ান কোচ পেত্রা গিগিউ ফুটছেন মোহনবাগান ম্যাচের আগে। বলছেন, ‘‘এই ক্লাবের বিশাল ঐতিহ্যের কথা জানি। পেলেও খেলে গিয়েছেন মোহনবাগানের বিরুদ্ধে। সে সব ইতিহাস। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ডিকাদের ম্যাচ দেখলাম টিভিতে। দলটা বেশ ভাল। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে মোহনবাগান কিন্তু চাপে থাকবে।’’

চার্চিলের দুই বিদেশি ডিফেন্ডার নেনাদ নোভাকোভিচ ও হুসেন এলদোর গত কয়েক ম্যাচে দুর্ভেদ্য হয়ে উঠেছেন। বাকি তিন বিদেশির মধ্যে উইলিস প্লাজা ও খালিদ আউচো গত বছর ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন। অপর বিদেশি গাম্বিয়ান দওদা সিসে সাংবাদিক বৈঠকের পরে বলেই গেলেন, ‘‘মোহনবাগানের বিরুদ্ধে গত মরসুমে সুপার কাপে খেলেছি। প্লাজা, আউচোরাও অনেক তথ্য দিয়েছে।’’ চতুর চার্চিল কোচ দাবি করছেন, প্লাজার গোড়ালিতে চোট। যদিও সেই চোট তেমন গুরুতর নয় বলেই খবর।

চার্চিলে রয়েছেন উত্তম রাই, ইজরায়েল গুরুং-এর মতো ভারতীয় ফুটবলের পরিচিতরাও। মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী তাই বলছেন, ‘‘ওদের সাত-আটজন দুর্দান্ত ফুটবলার রয়েছে। তাই চার্চিলকে এগিয়ে রাখছি।’’

এ দিন সকালে মোহনবাগানের অনুশীলন ছিল সকাল সাড়ে আটটায়। কিন্তু শঙ্করলাল তাঁর ৪৫ মিনিট আগেই সনি, ডিকাদের নিয়ে নেমে পড়েন মাঠে। প্রচারমাধ্যমের চোখের আড়ালে হেনরি কিসেক্কা-সনি-ডিকাদের নিয়ে তিনি সেরে নেন মহড়া। সূত্রের খবর, ওমর এলহুসেইনির বদলে চার্চিলের বিরুদ্ধে শুরু থেকেই খেলার সম্ভাবনা সনির।

মোহনবাগান মিডফিল্ডার শিল্টন ডি’সিলভা বলছেন, ‘‘আই লিগ, সুপার কাপে গত বছর সব ম্যাচেই চার্চিলকে হারিয়েছি আমরা। এ বারও জিতে ফিরব।’’

সবুজ-মেরুন শিবিরের জয়ের জন্য এই এককাট্টা মনোভাব কি জানেন চার্চিলের রোমানিয়ান কোচ? তিনিও যে বলছেন, ‘‘চার ম্যাচে অপরাজিত রয়েছি আমরা। কিন্তু আসল পরীক্ষা তো মোহনবাগানের বিরুদ্ধেই।’’

রবিবার আই লিগ: মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্স (যুবভারতী, বিকেল ৫.০০, স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে)।

Football I LEague 2018 Mohun Bagan Churchill Brothers Sony Norde
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy