Advertisement
০২ মে ২০২৪

আই লিগে প্রথম হার মোহনবাগানের

মোহনবাগানের প্রথম আই লিগ ম্যাচ হার। এই মরশুমে এর আগে একটিও ম্যাচে হারের মুখ দেখতে হয়নি মোহনবাগানকে। কিন্তু অপরাজিত থাকায় ছেদ পড়ল বাগানের। হেরেই শিলিগুড়িতে ডার্বি খেলতে নামবে মোহনবাগান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ২২:৩১
Share: Save:

আইজল এফসি ২ (আয়েনি, লালচোয়ানকিমা)

মোহনবাগান ১ (গ্লেন)

মোহনবাগানের প্রথম আই লিগ ম্যাচ হার। এই মরশুমে এর আগে একটিও ম্যাচে হারের মুখ দেখতে হয়নি মোহনবাগানকে। কিন্তু অপরাজিত থাকায় ছেদ পড়ল বাগানের। হেরেই শিলিগুড়িতে ডার্বি খেলতে নামবে মোহনবাগান। আইজলের পাহাড়ে ফর্মের তুঙ্গে থাকা জেজেকে ছাড়াই খেলতে নামতে হয়েছিল সঞ্জয় সেনের দলকে। তিনি এখন জাতীয় শিবিরে। অন্যদিকে, দলের ভরসা সনি নর্ডিও জাতীয় দলের হয়ে খেলতে চলে গিয়েছেন। এমন অবস্থায় আইজলের পাহাড়ে গ্যালারিতে বসা সঞ্জয় সেনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল পয়েন্ট নিয়ে ফেরা। কিন্তু এক পয়েন্টও জুটল না।

ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই গোল করে আইজলকে এগিয়ে দেন জোয়েল আয়েনি। তার পরই কর্নেল গ্লেনের কাছে সুযোগ চলে এসেছিল। কিন্তু তিনি গোলে রাখতে ব্যর্থ। তবে সেই ব্যর্থতা কাটাতে বেশি সময় নেননি গ্লেন। ২৪ মিনিটেই মোহনবাগানকে সমতায় ফেরান কর্নেল গ্লেন। আইজল গোলকিপারের ভুলে জন্যই সমতায় ফিরতে সক্ষম হয় মোহনবাগান। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে পারল না মোহনবাগান। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর পেনাল্টি থেকে আইজলের হয়ে জয়ের গোলটি করে যান লালচোয়ানকিমা। ৫৪ মিনিটে দ্বিতীয় গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান। এর পর সুভাষ সিংহকে তুলে পঙ্কজ মৌলা ও সৌভিক চক্রবর্তীকে তুলে অভিষেক দাসকে নামিয়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করলেও তা কাজে লাগেনি। আইজল এফসির কাছে এই হার চ্যাম্পিয়নশিপের দৌড়ে মোহনবাগানের জন্য বড় ধাক্কা।

আরও খবর

বিদায় ফ্লাইং ডাচম্যান, বিদায় রাজপুত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan Aizwan FC I League Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE