Advertisement
১৬ মে ২০২৪

আইজলের লড়াই দেখে উদ্বুদ্ধ সনিরা

পঞ্জাবে গিয়ে মিনার্ভার কাছে পয়েন্ট নষ্ট করার পর মুষড়ে পড়েছিল গঙ্গাপাড়ের তাঁবু। মঙ্গলবার ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করার পর সেখানে ফের হেমন্তের বাতাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৪:২০
Share: Save:

আইজলের সাফল্যকে পাখির চোখ করে ডার্বি জেতার রসদ খুঁজতে নামল মোহনবাগান। বুধবার সকালের অনুশীলনের আগে সনি নর্দেদের সঙ্গে টিম মিটিংয়ে চিফ কোচ সঞ্জয় সেন বলে দিলেন, ‘‘আইজল যদি ইস্টবেঙ্গলকে দু’গোল দিতে পারে তা হলে আমরা পারব না কেন? ওদের চেয়ে আমাদের অাক্রমণভাগ তো ভাল।’’

পঞ্জাবে গিয়ে মিনার্ভার কাছে পয়েন্ট নষ্ট করার পর মুষড়ে পড়েছিল গঙ্গাপাড়ের তাঁবু। মঙ্গলবার ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করার পর সেখানে ফের হেমন্তের বাতাস। হঠাৎ-ই চাঙ্গা হয়ে উঠেছে সবুজ-মেরুন শিবির। সকালে ক্লাব কর্তাদের সঙ্গে কোচিং স্টাফদের সভা, নিজেদের মাঠ ছেড়ে যুবভারতীতে অনুশীলন করার সিদ্ধান্ত, চিফ কোচ-সহ ফুটবলারদের কথা বলার উপর নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ডার্বির তিন দিন আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মোহনবাগানে। সেই আবহে যেমন দীর্ঘ দিন মাঠের বাইরে থাকা আজহারউদ্দিন মল্লিকের মাঠে নেমে পড়া আশাবাদী করে তুলেছে টিমকে, তেমনই দিয়েগো পেরিরার হঠাৎ পেটে ব্যথা বা জাপানি ইউতার চোট চিন্তায় ফেলেছে সঞ্জয় সেনদের। পরিস্থিতি যা, তাতে রবিবারের আই লিগ ডার্বিতে শেষ পর্যন্ত পাঁচ জন বিদেশিকে মাঠে নামানো যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে কোচেদের মধ্যেই। মঙ্গলবার রাতে হঠাৎ-ই পেটের যন্ত্রণা শুরু হয় অস্ট্রেলীয় দিয়েগোর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করে ফেলেছিলেন কর্তারা। কিন্তু শেষ পর্যন্ত তা করতে হয়নি। বুধবার সকালের অনুশীলনে জাপানি মিডিও ইউতা এলেও আসেননি দিয়েগো। তবে ডার্বির নতুন নায়ক আজহারকে নামানোর জন্য মরিয়া সবুজ-মেরুন শিবির। ডার্বিতে নামলেই যিনি গোল পান, সেই আজহারের হাঁটুর ব্যথা পুরোপুরি না সারলেও তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

খালিদ জামিলের টিম একটি ম্যাচ যুবভারতীতে খেললেও সেখানে কোনও ম্যাচ খেলেনি মোহনবাগান। স্টেডিয়ামের নতুন ঘাসের সঙ্গেও তাঁরা
পুরোপুরি অপরিচিত। সনি, দিপান্দা ডিকা বা আনসুমানা ক্রোমাদের সেই সুযোগ করে দিতে তাই যুবভারতী সংলগ্ন অনুশীলন মাঠে আজ বৃহস্পতিবার থেকে নেমে পড়ছে সঞ্জয়ের টিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE