‘হেক্সা’ লিগ জয়কে ‘হেপ্টা’ করতে মরিয়া ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে কলকাতা লিগ আবার শেষ ঢুকেছে ছ’বছর আগে।
কিন্ত তাতে কি? মর্গ্যান ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের আগের দিনের প্র্যাকটিসে যদি স্থানীয় লিগ-উৎসাহী দর্শক হিসেবে তিনটে বাচ্চা ছেলে দেখে থাকেন, তা হলে বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী এ ব্যাপারে খানিক এগিয়েই রইলেন। প্রথম ম্যাচে নামার চব্বিশ ঘণ্টা আগে সবুজ-মেরুন তাঁবুতে যেন সেই আশি-নব্বই দশকের খণ্ডচিত্র। তাঁবুতে সদস্য কার্ড নবীকরণের হিড়িক। অফিস ফেরত সমর্থকদের ভিড়। ফ্লাডলাইটে বৃষ্টিঝরা সন্ধ্যেয় ছাতা মাথায় যাঁরা সদস্য গ্যালারিতে বসে দেখলেন ডাফি-রাজু-প্রবীরদের প্র্যাকটিস। কিন্তু আসলে সেটা কি অনেক বছর পরে নিজেদের মাঠে নৈশালোকে প্রিয় ক্লাবের ফুটবলারদের দেখার আগ্রহে?
নইলে এ বার কি কলকাতা লিগ আসতে পারে মোহনবাগানে— প্রশ্নে দলের নতুন বিদেশি কেন বিব্রত? ‘‘আমাদের টিমে বেশির ভাগই নতুন ছেলে। কাজেই চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়,’’ বলে দিলেন স্কটিশ ফরোয়ার্ড ড্যারেল ডাফি। বাগানের কলকাতা লিগ কোচের গলাতেও একই সুর। ‘‘চ্যাম্পিয়ন হতে হবে, ম্যাচ জিততে হবে বলে বাচ্চা ছেলেদের উপর চাপ দিতে চাই না। লিগ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কিছু ভাবিইনি এখনও।’’
মোহনবাগান সচিব অঞ্জন মিত্র এ দিনও ক্লাব তাঁবুতে বসে জানিয়ে দিয়েছেন, শতাব্দী প্রাচীন ক্লাব কলকাতা লিগে কোনও প্রদর্শনী ম্যাচ না খেলার যুক্তিতে এখনও এককাট্টা। ফলে যেখানে ডার্বি খেলা হবে কি না তা-ই জানা নেই, সেখানে লিগ জয়ের মোটিভেশন আসবে কী ভাবে? বাগান কোচের জবাব, ‘‘আমি ও সব টেনশন নিতে চাই না। বরং বিপক্ষকে টেনশন দিতে চাই।’’
শঙ্করলালের এ কথার অন্তর্নিহিত অর্থ আবার বার করে ফেলছেন ময়দানের পোড়খাওয়া ‘মাল্টিপল’ কোচ রঘু নন্দী। গত মরসুমেও গোটা দশেক টিমের কো বা টিডি ছিলেন তিনি। এ বার শারীরিক সমস্যায় বিশ্রামে। শনিবার এরিয়ানের বিরুদ্ধে বাগানের ম্যাচ। যে দলের কোচ রঘুর ছেলে রাজদীপ। কিন্তু ‘অর্জুন’ রাজদীপের সামনে ‘শিখণ্ডী’ রঘু-ই। যিনি বলছেন, ‘‘নিজেদের পিছিয়ে রাখা ওদের গেমপ্ল্যান। টিমটা মোটেও বাচ্চাদের নয়। লিগে এ বার চারটে টিম নামবে। তাই এই ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’’
এরিয়ানের তিন বিদেশিই ফিট। বাগানে সেখানে বিদেশি বলতে ডাফি। স্কটিশ ডিফেন্ডার ড্যানিয়েল সিবোর্ন এ দিনই সন্ধেয় পা রাখলেন শহরে। লিগ খানিকটা গড়ালে কী দাঁড়াবে সেটা সময় বলবে। কিন্তু প্রথম ম্যাচের আগে বাগানে কলকাতা লিগ যেন সত্যিই সুগন্ধহীন ফুল!
শনিবারে
কলকাতা লিগ— মোহনবাগান: এরিয়ান (মোহনবাগান, ৫-৩০)।