Advertisement
E-Paper

সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে পুলিশের কাছে মোহনবাগান

ইস্টবেঙ্গল, মোহনবাগান মানেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য। সমর্থকদের বিদ্রোহ শুরু হয় মাঠ দিয়ে শেষ হয় সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে আক্রমণ। কিন্তু ক্রমশ সীমা ছাড়াচ্ছে এই বিষয়গুলো। এ বার সেই সব পোস্টের বিরুদ্ধে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জমা দিল মোহনবাগান ক্লাব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩২

ইস্টবেঙ্গল, মোহনবাগান মানেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য। সমর্থকদের বিদ্রোহ শুরু হয় মাঠ দিয়ে শেষ হয় সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে আক্রমণ। কিন্তু ক্রমশ সীমা ছাড়াচ্ছে এই বিষয়গুলো। এ বার সেই সব পোস্টের বিরুদ্ধে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জমা দিল মোহনবাগান ক্লাব। গত সোমবারই মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচ ঘিরে তাণ্ডব হয়েছিল মোহনবাগান মাঠে। আটকাতে পারেনি পুলিশও। কিন্তু তা ঘিরে বড় কোনও ঘটনা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে ১৬ অগস্ট ১৯৮০র সেই দিনের কথা। যে দিন ইডেন গার্ডেনে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে মৃত্যু হয়েছিল ১৬জন সমর্থকের। যা ভারতীয় ফুটবলের সব থেকে কালো দিক বলেই মনে করা হয়। তা নিয়েও চলছে নানা কথা। এমনই বেশ কিছু ফেসবুক পোস্টের ছবিসহ পুলিশে অভিযোগ দায়ের করল ক্লাব। তার মধ্যে একটি পোস্টে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়েছে। বলা হয়েছে ফিরিয়ে আনা হবে ১৬ অগস্ট। এবং আক্রমণ করা হয়েছে মোহনবাগান ক্লাবের কর্তাদের নাম করেই।

৭ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে হবে এ বারের ডার্বি। সাম্প্রতিক অতীতে এমনটা কখনও হয়নি। যা ঘিরে রয়েছে চরম উত্তেজনা। তৈরি হবে অস্থায়ী গ্যালারি। সব মিলে যখন এমনিতেই ডার্বি ঘিরে টানটান উত্তেজনার আবহ থাকে তখন এই বছর সেটা অনেক বেশি। কারণ অবশ্যই নিরাপত্তা। মোহনবাগানের তরফে জয়েন্ট কমিশনার অফ পুলিশ (ক্রাইম) শ্রী বিশাল গর্গকে চিঠি দিয়ে ক্লাবের তরফে বিস্তারিত জানিয়েছেন ক্লাবের সহসচিব সৃঞ্জয় বসু। সেই চিঠি পাঠানো হয়েছে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়কেও। এদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ক্লাবের তরফে।

আরও খবর

পরিত্যক্ত ম্যাচকে পিছনে ফেলে ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের ফিরল মোহনবাগান

Mohunbagan Social Media Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy