Advertisement
০২ ডিসেম্বর ২০২৩
Anustup Majumdar. manoj Tiwary

মনোজ, অনুষ্টুপকে রেখে দিল মোহনবাগান 

শ্রীবৎস গোস্বামী ও অভিমন্যু ঈশ্বরন-সহ আট জন ক্রিকেটারকে ধরে রাখল ইস্টবেঙ্গলও।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০৫:৪৫
Share: Save:

ছ’টি ক্লাবকে নিয়ে এ মাসের শেষেই শুরু হচ্ছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ। যার ক্রিকেটার বাছাই পর্ব শুরু হল সোমবার থেকে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট, তপন মেমোরিয়াল, কাস্টমস ও টাউন ক্লাবকে নিয়ে হতে চলেছে এই লিগ। সোমবারই মার্কি ক্রিকেটারদের তালিকা থেকে মনোজদের রেখে দিল তাদের পুরনো ক্লাব মোহনবাগান। মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার-সহ আট জন ক্রিকেটারকে রেখে দেওয়া হয়েছে। শ্রীবৎস গোস্বামী ও অভিমন্যু ঈশ্বরন-সহ আট জন ক্রিকেটারকে ধরে রাখল ইস্টবেঙ্গলও। তপন মেমোরিয়াল রেখে দিল শাহবাজ় আহমেদকে। আজ, মঙ্গলবার ২০০জন ক্রিকেটারের বাকি তালিকা থেকে বিভিন্ন ক্লাব বেছে নেবে তাদের প্রয়োজনীয় ক্রিকেটারদের। দু’শো জনের সেই তালিকায় রয়েছেন জেলা স্তরের ১২৯ জন ত্রিকেটার। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, “পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি হয়েছে এই তালিকা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE