Advertisement
E-Paper

চিনা ক্লাবের রেকর্ড অর্থের প্রস্তাব ফেরালেন রোনাল্ডো

মিনিটে ১৫ হাজার। ঘণ্টায় ৯ লক্ষ। দিনে ২ কোটি। আর বছরে প্রায় ৭১১ কোটি টাকা! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য খরচ করতে রাজি চিনের একটি ক্লাব। রিয়াল মাদ্রিদ থেকে এখন যা পান রোনাল্ডো, তার চার গুণেরও বেশি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৪:১২

মিনিটে ১৫ হাজার। ঘণ্টায় ৯ লক্ষ। দিনে ২ কোটি। আর বছরে প্রায় ৭১১ কোটি টাকা!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য খরচ করতে রাজি চিনের একটি ক্লাব। রিয়াল মাদ্রিদ থেকে এখন যা পান রোনাল্ডো, তার চার গুণেরও বেশি। যে প্রস্তাব ফিরিয়ে দিলেন পর্তুগাল মহাতারকা। রিয়াল ছেড়ে তাঁর পক্ষে চিন যাওয়া এখন অসম্ভব বলে।

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে কার্লোস তেভেজের চিনা সুপার লিগে সই করার পরের দিনই রোনাল্ডোর এই রেকর্ড প্রস্তাব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

রোনাল্ডোর এজেন্ট জোর্জ মেন্ডেস খবরটা ফাঁস করলেও চিনের কোন ক্লাব এই প্রস্তাব দিয়েছে, বলেননি। ‘‘চিন থেকে রিয়াল মাদ্রিদকে ৩০০ মিলিয়ন ইউরোর (প্রায় ২১৫১ কোটি টাকা) প্রস্তাব দেওয়া হয়েছে। সঙ্গে রোনাল্ডোকে বছরে ১০০ মিলিয়ন ইউরোরও বেশি,’’ বলেছেন তিনি।

কিন্তু এ রকম লোভনীয় প্রস্তাব কেন ফেরাচ্ছেন সিআর সেভেন?

মেন্ডেস বলছেন, ‘‘টাকাটাই সব নয়। রিয়াল মাদ্রিদ রোনাল্ডোর জীবন। ও রিয়ালে খুশি। চিনা বাজার এখন নতুন। ওরা প্রচুর প্লেয়ার কিনতে পারে। কিন্তু রোনাল্ডোর পক্ষে চিনে যাওয়া এখন অসম্ভব।’’এর পরেও অবশ্য রোনাল্ডোকে বিশেষ তোয়াক্কা করছেন না জ্লাটান ইব্রাহিমোভিচ। পর্তুগিজ সুপারস্টার আর ব্রাজিলের রোনাল্ডোর তুলনায় প্রাক্তন রিয়াল তারকাকেই এগিয়ে রাখছেন ইব্রা। ‘‘ফুটবল কী জিনিস তার উদাহরণ ব্রাজিলের রোনাল্ডো। যে ভাবে ও ড্রিবল করত, যে ভাবে দৌড়ত, অসাধারণ। সহজাত প্লেয়ার। এ রকম প্লেয়ার তৈরি করা যায় না। এরা জন্মায়,’’ বলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার।

আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

‘‘দু’জনের তুলনায় এগিয়ে রাখব ব্রাজিলের রোনাল্ডোকে। ক্রিশ্চিয়ানোর ব্যাপারটা আলাদা। আজ ও যেখানে এসেছে, তার পিছনে রয়েছে কঠিন পরিশ্রম। এটা সহজাত নয়,’’ বলেন ইব্রা। শুধু ব্রাজিলের অন্যতম সেরা স্ট্রাইকার নয়, ফুটবল-পাগল দেশটাও ভীষণ পছন্দ ইব্রার। কিছু দিন আগেই বলেছিলেন, অধরা ইপিএল ট্রফিটা পেলে অবসরের কথা ভাববেন। ব্রাজিলে মুগ্ধ ইব্রা সেই সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন। বলছেন, ‘‘হয়তো এর পর আমার ব্রাজিলে খেলা উচিত। ভবিষ্যতে কে কোথায় যাবে, কে বলতে পারে?’’

আপাতত ‘বিপদ’ কাটলেও সিআর সেভেনকে নিয়ে কিন্তু রিয়াল সমর্থকদের আশঙ্কাটা এখন অনেকটা এ রকমই!

Christiano Ronaldo Football Chinese Club
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy