Advertisement
E-Paper

বাংলাদেশ সফর নিয়ে দোটানায় মরগ্যান

বাংলাদেশ সফর নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে এখনও ইংল্যান্ডের উইকেট কিপার জোস বাটলার। তবে সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার কথা শুনিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ড টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক সিদ্ধান্ত পাল্টে বাংলাদেশে আসছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮
ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। ছবি: রয়টার্স।

বাংলাদেশ সফর নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে এখনও ইংল্যান্ডের উইকেট কিপার জোস বাটলার। তবে সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার কথা শুনিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ড টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক সিদ্ধান্ত পাল্টে বাংলাদেশে আসছেন। তার এই সিদ্ধান্তটাই টনিকের মতো কাজ করেছে। শনিবার অল রাউন্ডার মইন আলি বলেছেন, ‘‘যদি আমি দলে নির্বাচিত হই তা হলে অবশ্যই সেখানে যাব। কারন, সেখানে পাঁচ-ছ’বার গিয়েছি আমি।’’ জোস বাটলারের প্রতিদ্বন্দ্বী উইকেট কিপার বেয়ারশ’ বলেছেন, বাংলাদেশ সফরে আপত্তি নেই তারও, ‘‘নিরাপত্তার ঝুঁকি সব জায়গায় রয়েছে। তবে রেগির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন) উপর পূর্ণ আস্থা আছে।’’

২০০৯ সালে লাহৌরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সশস্ত্র সন্ত্রাসী হামলার সময় সেই বাসে ছিলেন শ্রীলঙ্কা দলের সহকারী কোচ পল ফারব্রাস। বর্তমানে ইংল্যান্ড দলের এই সহকারী কোচের বাংলাদেশ সফরে আপত্তি নেই, নিজের এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি, ‘‘বাংলাদেশ সফর নিয়ে বিচলিত হবার মতো কিছুই শুনিনি। রেগ ডিকাসনের রিপোর্ট নিয়ে আমার কোন সন্দেহ নেই। তাই সেখানে না যাওয়ার কোনও কারন খুঁজে পাচ্ছি না।’’ প্রধান নিরাপত্তা উপদেস্টা রেগ ডিকাসনের রিপোর্টে বাংলাদেশ সফর শতভাগ নিরাপদ। এ তথ্য জানতে পেরে ২৫ অগস্ট ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড ( ইসিবি) বাংলাদেশ সফরের সবুজ সঙ্কেত দিয়েছে। পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। ইসিবি’র সিদ্ধান্তের পর এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক এবং বর্তমানে ইসিবি’র পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। তবে ওই সভার ন’দিন পরও বাংলাদেশ সফর নিয়ে দোটানায় আছেন ইংল্যান্ডকে ৪৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়া মরগ্যান। বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষনা করার কথা ৯ সেপ্টেম্বর। তারপরও নিজের সিদ্ধান্তের জন্য সময় চাইছেন তিনি, ‘‘একটি সন্ত্রাসী হামলার দু’মাসের মধ্যে এত তথ্য দেওয়ার পর সব কিছু হজম করতে হয়। তবে সেখানে গিয়ে ক্রিকেটে মনোযোগ দিতে নিজেকে আগে স্থির করতে হবে। এতো অল্প সময়ের মধ্যে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। নিজেকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ অনুভব করে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেস্ট সময় পাচ্ছি না আমরা। তাই এখন পর্যন্ত আমি কোনও নিতে পারিনি। এখন আমরা একটি সিরিজের (পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ) ঠিক মাঝপথে অবস্থান করছি। এই বিষয়টি নিয়ে চিন্তা করার মতো সময় এখনও আসেনি।’

বাংলাদেশ সফরে নিরাপত্তা পরিদর্শন রিপোর্ট নিয়ে ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে বসেছেন মরগ্যান ২৫ অগস্ট। অধিনায়ক যখন দোটানায়, তখন উল্টো প্রভাব পড়তে পারে টিমমেটদের মধ্যে। তা অবশ্য মনে করছেন না মরগ্যান, ‘‘এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয়। কে যেতে চায়, অথবাকে যেতে চায় না, তা দাঁড়িয়ে বলাটাই গুরুত্বপূর্ন।’’

আরও খবর

দুর্ভাবনার শেষ, বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ ওয়ালশ

Bangladesh England Cricket Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy