Advertisement
E-Paper

টটেনহ্যাম ম্যাচের আগে বিতর্কে জড়ালেন মোরিনহো

টানা তিনটে ড্র। লিগ টেবলের ছ’নম্বরে বসে রয়েছে দল। তারকা ফুটবলাররা নিষ্প্রভ। কোচ ম্যাচ জেতানোর থেকে বেশি স্ট্যান্ডে গিয়ে বসছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি কোনও ডুবন্ত জাহাজের মতোই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০৩:২১

টানা তিনটে ড্র। লিগ টেবলের ছ’নম্বরে বসে রয়েছে দল। তারকা ফুটবলাররা নিষ্প্রভ। কোচ ম্যাচ জেতানোর থেকে বেশি স্ট্যান্ডে গিয়ে বসছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি কোনও ডুবন্ত জাহাজের মতোই।

রবিবার ইউনাইটেডের সামনে ওল্ড ট্র্যাফোর্ডে অপেক্ষা করছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের আগে ফের বিতর্ক উসকে দিলেন মোরিনহো। চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুলের মতো ক্লাবেদের সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে কটাক্ষ করলেন। জানিয়ে দিলেন, প্রিমিয়ার লিগ টেবলটাই মিথ্যা। ম্যান ইউনাইটেড ছ’নম্বরে বসে থাকলেও লিগ টেবলটা আসল ছবিটা পরিষ্কার ভাবে দেখাচ্ছে না।

শেষ মুহূর্তে খারাপ কিছু ড্রয়ে পয়েন্ট না নষ্ট করলে ইউনাইটেড লিগ টেবলের উপরেই থাকত। কারণ দ্য স্পেশ্যাল ওয়ানের মতে লিগ টেবলে এমন অনেক দল আছে ইউনাইটেডের উপরে যারা দলগত মানের বিচারে রেড ডেভিলদের ধারেকাছে আসে না। ‘‘এটা খুবই খারাপ। আমার মতে ম্যান ইউনাইটেড যত পয়েন্ট পেয়েছে তার থেকে বেশি পাওয়া উচিত ছিল। টেবলের দিকে তাকালে মনে হতে পারে বাকি দলগুলো আমাদের থেকে ভাল। কিন্তু আদৌ সেটা নয়,’’ বলছেন মোরিনহো। চেলসির সঙ্গে তিন বার প্রিমিয়ার লিগজয়ী কোচ এখানেই থামেননি। ‘‘দলের গুণগত মান দেখলেও বলাই যায় কয়েকটা দল আছে যারা আমাদের মতো এত ভাল নয়। তবুও তাদের বেশি পয়েন্ট,’’ বলছেন ইউনাইটেড কোচ।

মোরিনহো দায়িত্ব নেওয়ার পরে অভিযোগ উঠেছে, পূর্বসূরি লুইস ফান গলের মতো তিনিও রক্ষণাত্মক দল সাজাচ্ছেন। তাই রুনি, মাতার মতো প্লেয়াররা নিয়মিত গোল পাচ্ছেন না। সে সব অভিযোগ উড়িয়ে মোরিনহো বলছেন, ‘‘আমরা এমন টিম নই যারা বিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করে আক্রমণে যাব। সে রকম খেলা সমর্থক বা ক্লাবের মালিকরা দেখতে চায় না।’’

কাপ প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে থাকলেও ইপিএলে ধারাবাহিকতার অভাবে ভুগছে ম্যান ইউনাইটেড। জ্লাটান ইব্রাহিমোভিচের মতে, খারাপ ফর্মের পিছনে আসল কারণ ইউরোপা লিগ। বৃহস্পতিবার ইউরোপায় খেলে তিনি আবার আটচল্লিশ ঘণ্টার মধ্যে পুরোদমে প্রস্তুতি সারতে পারছেন না প্রিমিয়ার লিগের। ‘‘বৃহস্পতিবার করে খেলায় অসুবিধা হচ্ছে। এতে সমস্যা আরও বাড়ছে,’’ বলছেন জ্লাটান। সুইডিশ স্ট্রাইকার আবার সতীর্থদের সাফ বলে দিলেন, এক গোল দিয়ে থেমে গেলে হবে না। ‘‘আরও সুযোগ কাজে লাগাতে হবে। সুযোগ তৈরি হলে গোলও হবে। এক গোল করে থেমে থাকলে হবে না। দিনের শেষে তিন পয়েন্ট পেতেই হবে,’’ বলছেন ইব্রাহিমোভিচ।

তবে টটেনহ্যামের বিরুদ্ধে একটু হলেও আশাবাদী পল পোগবা। ক্লাবের রেকর্ড সইকে আত্মবিশ্বাস দিচ্ছেন হেনরিক মাখিতারিয়ান। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে মাখিতারিয়ানের বিশ্বমানের গোলে ১-০ যেতে ম্যান ইউনাইটেড। যে ম্যাচের পরে দু’দিন কেটে গেলেও আর্মেনিয়ান তারকার অনবদ্য পারফরম্যান্স এখনও চোখে লেগে আছে পোগবার। ফরাসি তারকা বলছেন, ‘‘মাখিতারিয়ানের মতো ফুটবলারকে দলে দরকার। প্রতিদিন ওর সঙ্গে ট্রেনিং করি। তাই জানি কতটা ভাল ফুটবলার।’’ সঙ্গে আবার টটেনহ্যাম প্রসঙ্গে ইউনাইটেডের পোগবা যোগ করেন, ‘‘আমরা জানি টটেনহ্যামের বিরুদ্ধে খেলে কতটা কঠিন। ঘরের মাঠে খেলছি আমরা। গত চার ম্যাচে একটাও জিততে পারেনি দল। তাই আমরা চাই এই ম্যাচটা জিতে লিগ টেবলের আরও উপরে যেতে।’’

Mourinho Tottenham Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy