Advertisement
E-Paper

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ ছয়! প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড ধোনির

ভারতীয়দের মধ্যে ধোনির ঠিক পরেই ছয় মারার তালিকায় রয়েছেন রোহিত শর্মা। তিনি ৩২২ ম্যাচে মেরেছেন ৩৪৯ ছয়। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধোনিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৪
আক্রমণাত্মক ধোনি। বুধবার বেঙ্গালুরুতে। ছবি: এএফপি।

আক্রমণাত্মক ধোনি। বুধবার বেঙ্গালুরুতে। ছবি: এএফপি।

মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে নতুন পালক। এ বার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ৩৫০ ছয় মারলেন তিনি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই নজির গড়লেন তিনি।

এখন তিন ফরম্যাট মিলিয়ে ৫২৬ আন্তর্জাতিক ম্যাচে মোট ৩৫২ ছয়ের মালিক তিনি। বুধবার ২৩ বলে ঝোড়ো ৪০ করার পথে তিন ছয় মারেন এমএসডি। প্রথম ছয়ের সঙ্গে সঙ্গে প্রাক্তন জাতীয় অধিনায়ক পৌঁছন ৩৫০ ছয়ে। যদিও ধোনির এই কীর্তি ম্লান হয়ে যায় ভারতের হারে।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার ক্রিস গেল। তিনি মেরেছেন ৫০৬ ছয়। তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (৪৭৬ ছয়)। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্রেন্ডন ম্যাকালাম মেরেছেন ৩৯৮ ছয়। ধোনি রয়েছেন তালিকার পাঁচে। শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনৎ জয়সূর্যও ৩৫২ ছয় মেরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

ধোনিকে নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: পরীক্ষার পথে হেঁটেই সিরিজ খোয়াল ভারত

আরও পড়ুন: গ্লেন এবং শিশির হারিয়ে দিল, বলছেন কোহালি​

ভারতীয়দের মধ্যে ধোনির ঠিক পরেই ছয় মারার তালিকায় রয়েছেন রোহিত শর্মা। তিনি ৩২২ ম্যাচে মেরেছেন ৩৪৯ ছয়। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধোনিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। সচিন তেন্ডুলকর (৬৬৪ ম্যাচে ২৬৪ ছয়), যুবরাজ সিংহ (৪০২ ম্যাচে ২৫১ ছয়), সৌরভ গঙ্গোপাধ্যায় (৪২৪ ম্যাচে ২৪৭ ছয়), বীরেন্দ্র সহবাগ (৩৭৪ ম্যাচে ২৪৩ ছয়), বিরাট কোহালি (৩৬৬ ম্যাচে ১৮৭ ছয়), সুরেশ রায়না (৩২২ ম্যাচে ১৮২ ছয়) রয়েছেন পরপর।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Mahendra Singh Dhoni Cricket Cricketer T20 India Cricket Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy