ক্রিস গেলের মঞ্চে প্রায় নায়ক হয়ে যাচ্ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু অতিমানবীয় ইনিংস খেলেও চেন্নাই সুপার কিংসকে জেতাতে পারলেন না তিনি।
রবিবারই কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন গেল। এবং, প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ৩৩ বলে ৬৩ রান করলেন গেল। মারলেন সাতটি চার, চারটি ছয়। পঞ্জাব স্কোরবোর্ডে ১৯৭ রান তুলে ফেলার পরে বোঝা গিয়েছিল, চেন্নাইয়ের কাজটা কঠিন হবে। কিন্তু সেই কঠিন কাজটাই প্রায় সম্ভব করে ফেলেছিলেন ধোনি। ৪৪ বলে অপরাজিত ৭৯ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ছ’টি চার, পাঁচটি ছয়।
শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। কিন্তু ১২ রানের বেশি দেননি মোহিত শর্মা। অফস্টাম্পের বাইরে ইয়র্কার লেংথে বল রেখে ধোনিকে আটকে দিলেন তিনি। ম্যাচ শেষ করতে করতেও করা হল না ধোনির। পঞ্জাব জিতে গেল চার রানে।