Advertisement
০৬ মে ২০২৪
MS Dhoni

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেই নিজেকে সরিয়ে নিলেন ধোনি!

ধোনি সরে যাওয়ায় ক্রিস গেলের দেশে উইকেটের পিছনে দাঁড়ানোর ব্যাপারে এগিয়ে ঋষভ পন্থই।

পন্থের মেন্টর হিসেবে দেখা যেতে পারে ধোনিকে। ছবি: রয়টার্স।

পন্থের মেন্টর হিসেবে দেখা যেতে পারে ধোনিকে। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৫:১৩
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যাবে না প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্যারিবিয়ান সফর থেকে ধোনি নাকি নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি এখন আর দেশের এক নম্বর উইকেটরক্ষকও নন বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। সেই প্রতিবেদনে বোর্ডের একটি সূত্রের মন্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‘ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না (এমএস) ধোনি। প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে দেশের ভিতরে ও বিদেশের মাটিতে দলের সঙ্গে আর যাবেন না ধোনি।’’

ধোনি সরে যাওয়ায় ক্রিস গেলের দেশে উইকেটের পিছনে দাঁড়ানোর ব্যাপারে এগিয়ে ঋষভ পন্থই। চলতি মাসের ১৯ তারিখ মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল বাছতে বসবেন নির্বাচকরা। ধোনিকে নিয়ে ছবিটা তখনই পরিষ্কার হয়ে যাবে। সেই প্রতিবেদনে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “ধোনি আমাদের এখনও কিছুই জানাননি। ক্রিকেটার ও নির্বাচকের মধ্যে এ ক্ষেত্রে কথাবার্তা হওয়াটা জরুরি।’’ সেই বোর্ড কর্তার মতে, বিশ্বকাপে ধোনি ভালই খেলেছেন। তবে খেলা চালিয়ে যাবেন কি না, সে ব্যাপারে ধোনিই সিদ্ধান্ত নেবেন।

ধোনিকে নিয়ে প্রায় প্রতি দিন খবর প্রকাশিত হলেও, তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে একটি শব্দও খরচ করেননি। ধোনি চুপ করে থাকলেও বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে জল্পনা কিন্তু থেমে নেই। বিশ্বকাপের বহু আগে থেকে ধোনির দিকে উড়ে আসতে থাকে অবসর নিয়ে একের পর এক তেতো প্রশ্ন। সে সব প্রশ্ন কখনও ‘ডাক’ করেছেন ধোনি। আবার কখনও ‘হেলিকপ্টার শট’ মেরে উড়িয়ে দিয়েছেন। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে ভারত অধিনায়ক বিরাট কোহালিকে ধোনির অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কোহালি সে সময়ে জানিয়েছিলেন, তাঁকে বা টিম ম্যানেজমেন্টকে অবসর নিয়ে কিছুই জানাননি ধোনি।

আরও পড়ুন: ধোনি ধামাকা

আরও পড়ুন: সচিনের বিশ্ব একাদশে পাঁচ ভারতীয়, নেই ধোনি! দেখে নিন

আরও পড়ুন: অবসর নিয়ে টেরিটোরিয়াল আর্মিতে কাজ করতে চান ধোনি

আগামী মাস থেকে শুরু হতে চলা ক্যারিবিয়ান সফরে মাহি না গেলেও, শোনা যাচ্ছে তাঁকে নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের। প্রথম একাদশে না থাকলেও তাঁর বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ভারতীয় দল। সেই প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, “ধোনি ১৫ জনের দলে থাকতে পারেন। কিন্তু, এগারো জনের দলে থাকবেন না। এই দলে ধোনির অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ওকে বিভিন্ন ভাবে কাজে লাগাতে হবে।’’

ধোনিকে একেবারে ছেঁটে ফেলার কোনও যুক্তি দেখছে না বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি না গেলে পন্থই উইকেট কিপার হিসেবে প্রথম পছন্দ। এই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছে। পন্থকে পরিণত করে তোলার জন্য ধোনির পরামর্শ খুবই দরকার। বোর্ডও মানছে তাই। সেই প্রতিবেদনে বোর্ডের এক কর্তার মন্তব্য তুলে ধরা হয়েছে। সেই কর্তা বলেছেন, ‘‘এই অক্টোবরে পন্থ ২২ বছরে পড়বে। টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ে পন্থ অনেকটাই অভিজ্ঞতা অর্জন করবে।’’ এত দিন উইকেটের পিছনে দাঁড়িয়ে বহু ভাবে দলকে তিনি সমৃদ্ধ করেছেন। এ বার মাঠের বাইরে থেকে ধোনি দলকে পরিচালনা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni West Indies Tour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE