Advertisement
০৩ মে ২০২৪

শ্যুটিংয়ে এসে ইডেনের পিচ পরীক্ষা ধোনির

ইডেনে শ্রীলঙ্কা না থাকলেও ক্রিকেট ছিল। কিন্তু সে ক্রিকেট ফিরিয়ে নিয়ে যায় অতীতে। ফিরে আসে ভারতীয় ক্রিকেটের সোনার সময়।

আকর্ষণ: বৃহস্পতিবার ইডেনে কপিল ও ধোনি। ছবি: দেশকল্যাণ চৌধুরী

আকর্ষণ: বৃহস্পতিবার ইডেনে কপিল ও ধোনি। ছবি: দেশকল্যাণ চৌধুরী

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০৪:১৯
Share: Save:

তিনি আর পাঁচ দিনের ক্রিকেট খেলেন না। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন অনেক দিন আগেই। কিন্তু যে মাঠে টেস্ট ক্রিকেট হবে, সেখানকার পিচ তিনি দেখবেন না, তা কী হয় নাকি!

সত্যিই হয় না। আর তাই তো সুযোগ মিলতেই মহেন্দ্র সিংহ ধোনি ছুটলেন ইডেনের বাইশ গজ দেখতে। যে বাইশ গজে ১৬ নভেম্বর থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট।

ইডেনে শ্রীলঙ্কা না থাকলেও ক্রিকেট ছিল। কিন্তু সে ক্রিকেট ফিরিয়ে নিয়ে যায় অতীতে। ফিরে আসে ভারতীয় ক্রিকেটের সোনার সময়। বৃহস্পতিবার ইডেন যেন ডুব দিয়েছিল সেই অতীতেই। যখন সেখানে দেখা গেল বল হাতে কপিল দেব নিখাঞ্জকে। যাঁকে সামলানোর জন্য ব্যাট তুলে নিলেন ধোনি। অতীতে ফিরে যাওয়ার দিনে আরও একটা বিরল দৃশ্যও দেখা গিয়েছে ইডেনে। এক ফ্রেমে ভারতীয় ক্রিকেটের তিন সফল অধিনায়ক। দু’জন বিশ্বকাপজয়ী। একজন বিশ্বকাপ ফাইনালিস্ট। কপিল, ধোনি-র সঙ্গে ইডেনে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

আরও পড়ুন: ঘরবন্দি না থেকে মাঠে নামুন: বিরাট

এক বিজ্ঞাপনী শ্যুটিংয়ের কাজে বৃহস্পতিবার কলকাতায় আসা ধোনি, কপিলের। সকাল থেকেই সেই শ্যুটিংয়ের কাজে ক্রিকেট পোশাকে মাঠে নেমে পড়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল জনা পঁয়ত্রিশেক বাচ্চা। যার মধ্যে অনেকই সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির ছাত্র। এই খুদে ক্রিকেটারদের দেখা যায় নেটে কপিল, ধোনিকে আন্ডারআর্ম বল করছে। এখানেই শেষ নয়। এর পর কপিলের বোলিংয়ের সামনে ব্যাট হাতে দাঁড়াতে দেখা যায় ধোনিকে। পরে ধোনির বোলিংও খেলেন কপিল। হাজির ছিলেন ধোনির স্ত্রী সাক্ষীও। যাঁকে দেখা যায় শ্যুটিংয়ের ফাঁকে এমএসডি-র দিকে জলের বোতল এগিয়ে দিতেও।

এই শ্যুটিংয়ের মাঝপথেই ধোনির পিচ দর্শন। বেশ কিছুটা সময় পিচের পাশে কাটান ভারতের দ্বিতীয় বিশ্বজয়ী অধিনায়ক। কখনও পিচের পাশে বসে মাটি টিপে টিপে দেখেন তিনি। কখনও পা দিয়ে পরীক্ষা করেন। সঙ্গে ছিলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। পরে সুজন বলেন, ‘‘পিচ যে ভাবে তৈরি হচ্ছে, তাতে ধোনি খুশি।’’

শ্যুটিং এবং পিচ দেখার মাঝে ইডেনে হাজির খুদে ক্রিকেটারদের টিপস দিতেও দেখা যায় ২০১১ সালের বিশ্বজয়ী অধিনায়ককে। জানা গিয়েছে, ধোনি নাকি বাচ্চাদের বুঝিয়েছেন, কী ভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। কী ভাবে স্টান্স নেওয়া উচিত। ইডেনে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘এত ব্যস্ততার মধ্যেও ধোনি যে ভাবে বাচ্চাদের সময় দিল, সেটা সত্যিই শিক্ষনীয় ব্যাপার।’’

ইডেনে তিন কিংবদন্তি ক্রিকেটার হাজির থাকলেও তাঁদের কথাবার্তা শুধু ক্রিকেটেই আটকে থাকেনি। জানা গিয়েছে, শ্যুটিং, অভিনয় ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে এই তিন জনের। সৌরভের ‘দাদাগিরি’ অনুষ্ঠানও উঠে আসে তাঁদের আলোচনায়। হাল্কা হাসি ঠাট্টাও চলে তিন জনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE