Advertisement
০৫ অক্টোবর ২০২৩
MS Dhoni

‘ধোনি পাশে থাকলে বেশি স্বস্তিতে ক্যাপ্টেন কোহালি’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার মেনেছে ভারত। প্রথম দু’টি ওয়ানডে ভারত জেতার পরে দারুণ ভাবে ফিরে এসে অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয়। শেষ দু’টি ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ধোনিকে।

মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহালির রসায়ন ভাল। এর প্রভাব পড়ে ক্রিকেট মাঠে। ছবি: পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহালির রসায়ন ভাল। এর প্রভাব পড়ে ক্রিকেট মাঠে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৬:২৭
Share: Save:

ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে মনে করেন, মাঠে মহেন্দ্র সিংহ ধোনির উপরে অনেকটাই নির্ভরশীল ভারত অধিনায়ক বিরাট কোহালি

ফিল্ডিং সাজানো থেকে শুরু করে ডিআরএস নেওয়া, উইকেটের পিছনে দাঁড়িয়ে ভারত অধিনায়ককে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মাহি। যার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় কোহালির পক্ষে।

খেলার কুইজ, আপনিও খেলুন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার মেনেছে ভারত। প্রথম দু’টি ওয়ানডে ভারত জেতার পরে দারুণ ভাবে ফিরে এসে অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয়। শেষ দু’টি ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ধোনিকে।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতানোর ক্ষমতা ধরে ঋষভ পন্থ, বললেন রিকি পন্টিং

সিরিজের রাশ নিজেদের হাতে নিয়েও শেষমেশ তা হারাতে হওয়ায় কোহালির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে কিংবদন্তি লেগ স্পিনার বলেন, ‘‘আমার মনে হয় উইকেটের পিছনে এমএস দাঁড়ালে কোহালি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে। দু’ জনের মধ্যে কথাবার্তা কোহালিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।’’

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ প্রসঙ্গে কুম্বলে বলেছেন, ‘‘ফিল্ড প্লেসিংয়ের ক্ষেত্রে ওয়ানডে ম্যাচে এমএসের উপরে অনেকটাই নির্ভর করে কোহালি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচে কোহালি তা মিস করেছে।’’

২০০৭ সালে ভারতের অধিনায়ক হিসেবে পথ চলা শুরু ধোনির। ২০১৪ সালে সবাইকে চমকে দিয়ে টেস্টের নেতৃত্ব ছাড়েন তিনি। ওয়ানডে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ২০১৭ সালে।

কুম্বলে বলছেন, ‘‘দীর্ঘদিন ধরে দল পরিচালনা করার ফলে ধোনির কাছে নেতৃত্ব ব্যাপারটা সহজ হয়ে গিয়েছে। উইকেটের পিছনে দাঁড়ানোর ফলে বাকিদের থেকে ম্যাচটাও ভাল বোঝে। বোলারদের সঙ্গে অনর্গল কথা বলে। কোন লাইনে, কেমন পেসে বল করতে হবে, সে ব্যাপারেও পরামর্শ দেয় ধোনি।’’

অস্ট্রেলিয়া সিরিজ এখন অতীত। বিশ্বকাপে অবশ্য উইকেটের পিছনে ধোনিকে পাবেন কোহালি। প্রাক্তন অধিনায়কের পরামর্শ সঠিক দিকেই পরিচালিত করবে কোহালিকে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE