Advertisement
২৬ মার্চ ২০২৩
সিএসকে কোচের চোখে: দুই দল, দুই দর্শন, এক ম্যাচ

এমএসডি খুব হিসেব করে এগোয়, কোহলি আবেগপ্রবণ

মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি। ভারতের টেস্ট ক্যাপ্টেন ও ওয়ান ডে ক্যাপ্টেনের দ্বৈরথ। শুক্রবার রাঁচিতে কোয়ালিফায়ার ২ যতটা না ফাইনালে ওঠার লড়াই, তার চেয়েও বেশি বোধহয় এই দু’জনের যুদ্ধের জন্য বেশি শিরোনামে আসছে। টিম ইন্ডিয়ার দুই অধিনায়কের মধ্যে কার ক্রিকেট-বুদ্ধির জিত হয় শেষ পর্যন্ত, সেই উত্তর পাওয়ার জন্যই অপেক্ষা করে থাকবে সবাই।

ধোনির শহরে।  বৃহস্পতিবার রাঁচিতে। ছবি: পিটিআই।

ধোনির শহরে। বৃহস্পতিবার রাঁচিতে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৪:০০
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি।
ভারতের টেস্ট ক্যাপ্টেন ও ওয়ান ডে ক্যাপ্টেনের দ্বৈরথ।
শুক্রবার রাঁচিতে কোয়ালিফায়ার ২ যতটা না ফাইনালে ওঠার লড়াই, তার চেয়েও বেশি বোধহয় এই দু’জনের যুদ্ধের জন্য বেশি শিরোনামে আসছে।
টিম ইন্ডিয়ার দুই অধিনায়কের মধ্যে কার ক্রিকেট-বুদ্ধির জিত হয় শেষ পর্যন্ত, সেই উত্তর পাওয়ার জন্যই অপেক্ষা করে থাকবে সবাই।
চলতি আইপিএলের লিগ পর্যায়ে দু’বারের মুখোমুখিতেই অবশ্য শেষ হাসি হেসেছেন ধোনি। এক বার ২৭ রানে, অন্যবার ২৪ রানে আরসিবি-কে হারিয়ে। কিন্তু কোহলির দলের সাম্প্রতিক ফর্ম বিচার করে বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার ধোনিদের জয় আগের দুই ম্যাচের মতো সোজা হবে না।
সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং-ও এই ব্যাপারে একমত। শুক্রবারের মরণ-বাঁচন লড়াইয়ে নামার ২৪ ঘন্টা আগে বললেন, ‘‘স্বাভাবিক ভাবেই টুর্নামেন্টের এই পর্যায়ে এসে ছেলেরা বেশ ক্লান্ত। খেলা, সফরের ধকল— সব মিলিয়ে। দু’টো দিন অন্তত বিশ্রাম দরকার ছিল। কিন্তু তা আর পাচ্ছে কোথায়? এই নিয়েই যথাসম্ভব ভাল খেলতে হবে। আর একটা সুযোগ পাওয়া, তাও আবার রাঁচিতে। এটা আমাদের পক্ষে ভালই হয়েছে।’’

Advertisement

দুই ক্যাপ্টেনের লড়াই নিয়ে ফ্লেমিংয়ের বক্তব্য, ‘‘কোহলিকে বেশি দেখিনি। তবে যতটুকু দেখেছি, তাতে বলব এমএসডি হিসেব করে এগোয়। কোহলি আবেগপ্রবণ। তবে টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনসির গুরত্ব বেশি, এই ফর্ম্যাটে অতটা নয়।’’

খাতায়-কলমে আরসিবি-র যা ব্যাটিং লাইন-আপ, তার যদি বিস্ফোরণ ঘটে, তা হলে সিএসকে কেন, যে কোনও দলই তাতে উড়ে যেতে পারে। যেমন উড়ে গিয়েছিল ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স। যেমন বুধবার রাতে ধরাশায়ী হল রাজস্থান রয়্যালস। গেইল-কোহলির সঙ্গে ডেভিলিয়ার্স এবং এখন দেশীয় তরুণ ব্যাটসম্যান মনদীপ সিংহের ব্যাটেও রানের বন্যা বইছে। অন্যদিকে ব্রেন্ডন ম্যাকালাম দেশে ফিরে যাওয়ায় ধোনির দলের ব্যাটিং-শক্তিতে যে বেশ খানিকটা ঘাটতি দেখা দিয়েছে, তা বোঝা গিয়েছে মুম্বইয়ের কাছে শেষ ম্যাচ হারে।

তা সত্ত্বেও বুধবার রাতে পুণেতে ব্যাটে ঝড় তোলার পরও সতর্ক এবি ডে’ভিলিয়ার্স। বলে দিলেন, শুক্রবার চেন্নাইকে হারানো মোটেই সোজা হবে না। তাঁর মন্তব্য, ‘‘শুক্রবার বেশ কঠিন ম্যাচ আমাদের। সিএসকে-কে হারানো অত সোজা নয়। ওদের হারিয়ে ফাইনালে উঠলে আর চ্যাম্পিয়ন হলে তো ভালই। কিন্তু এখন ও সব নিয়ে ভাবার সুযোগই নেই। প্রতি ম্যাচ নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে।’’

Advertisement

অন্য দিকে আবার ফ্লেমিংয়ের কথায় স্পষ্ট ইঙ্গিত, শুক্রবার এবিডি বোমা নিষ্ক্রিয় করার ছকে জোর দিচ্ছেন তাঁরা। বলেই দিলেন, ‘‘এবি একাই আমাদের হাত থেকে ম্যাচ বার করে নিতে পারে।’’ দলের ছেলেদের জন্য ধোনিদের কোচের প্রেসক্রিপশন, ‘‘ওকে সামলাতে গেলে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ ও মনে সাহস রাখো। সুযোগের অপেক্ষায় থাকো এবং সামান্য সুযোগ এলেই তা লুফে নিতে ঝাঁপিয়ে পড়ো।’’ এবং আরসিবি-র জন্য সিএসকে কোচের পরিকল্পনা, ‘‘দশ ওভারের মধ্যেই ওদের টপ অর্ডারকে খতম করে দাও। তা হলেই ওরা চাপে।’’

গেইল-কোহলি-এবিডিত্রয়ী রান ফোয়ারা ছোটালে অবশ্য এই ফর্মুলার দফা রফা হতে পারে। যেটা খুব ভাল করেই জানেন যুযুধান দুই অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.