Advertisement
০৮ মে ২০২৪

মনোজদের জন্য এ বার মনোবিদ

শেষ বার দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে একটি সেশনেই চুরমার হয়ে গিয়েছিল মনোজদের স্বপ্ন। তার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্যই ক্রিকেটারদের মানসিক ভাবে তৈরি করতে মরিয়া সিএবি।

দায়িত্বে: মনোজদের নতুন মনোবিদ মুগ্ধা বাভারে। —ফাইল চিত্র।

দায়িত্বে: মনোজদের নতুন মনোবিদ মুগ্ধা বাভারে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৮ ০৪:২৮
Share: Save:

বাংলার প্রাক-মরসুমে অনুশীলন শুরু হওয়ার দিনই কোচ সাইরাজ বাহুতুলে জানিয়ে দিয়েছিলেন, এ বার হয়তো মনোবিদের সাহায্য নিতে পারে তাঁর দল। শুক্রবার সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের অভিজ্ঞ স্পোর্টস মনোবিদ মুগ্ধা বাভারেকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

গত তিনটি মরসুমে সাইরাজের প্রশিক্ষণে ভাল খেললেও রঞ্জি ট্রফি জেতা হয়নি মনোজদের। শেষ বার দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে একটি সেশনেই চুরমার হয়ে গিয়েছিল মনোজদের স্বপ্ন। তার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্যই ক্রিকেটারদের মানসিক ভাবে তৈরি করতে মরিয়া সিএবি। রবিবার বাংলার ক্রিকেটারদের প্রথম বার কাউন্সেলিং করানো হবে বলে খবর। সিএবি যুগ্ম-সচিব অভিষেক ডালমিয়া শুক্রবার বলেন, ‘‘ছেলেদের মানসিক ভাবে তৈরি করে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে ভাল খেলেও ট্রফি পায়নি বাংলা। তাই এ বার ছেলেদের মানসিক জোর বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সিএবি।’’ ২০১৬ রিয়ো অলিম্পিক্সে ভারতীয় কুস্তি, বক্সিং ও অ্যাথলেটিক্স দলের মনোবিদ হিসেবে কাজ করেছেন মুগ্ধা। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি দলের সঙ্গেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket CAB Mugdha Bavare Bengal Psychologist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE