নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার মাঝে মুম্বই দল। ছবি-পিটিআই।
নিউজিল্যান্ড ৩২৪/৭ (ঘোষণা) এবং ২৩৫/১০
মুম্বই ৪৬৪/৮ (ঘোষণা)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে এক ইনিংসে তিনটি সেঞ্চুরি করল মুম্বই দল। যদিও ম্যাচের ফল ড্র। প্রথম ইনিংসে ব্যাট করে সাত উইকেটে ৩২৪ রান তুলেছিল নিউজিল্যান্ড। তার পর ইনিংস ঘোষণা করা দেন অধিনায়র উইলিয়ামসন। তিন ইনিংসে মোট পাঁচজন প্লেয়ার আহত হয়ে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫৫ রান করে লাথাম ও ২১ রান করে ওয়াটলিং মাঠ ছাড়েন। মুম্বই টিমের কৌস্তুভ পাওয়ার সেঞ্চুরি করে আহত হয়ে ফেরেন। ৫৩ রান করে অধিনায়ক আদিত্য তারেও ফেরেন আহত হয়ে। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমেছিলেন প্রথম ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়া টম লাথাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে মাঠ ছাড়েন তিনি।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে মুম্বই ৮ উইকেটে ৪৬৪ রান করে ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক তারে। কৌস্তুভ পাওয়ার ১০০ রান করে চোট পেয়ে ফেরেন প্যাভেলিয়নে। ১০৩ রান করে আউট হন সূর্যকুমার যাদব ও ১০০ রান করে অপরাজিত থাকেন সিদ্ধেশ ল্যাদ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ওপেন করতে নেমে সেঞ্চুরি করেন লুক রোঁচি। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার সুযোগ ছিল না মুম্বইয়ের। তিন দিনের ম্যাচ শেষ হল হারৃজিত ছাড়াই।
আরও খবর
ধোনি-কোহালি-সচিনদের পুরনো বাড়ি কেমন ছিল, জানেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy