সৌরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে রঞ্জি ট্রফি জিতে নিল মুম্বই। এই নিয়ে ৪১ বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মুম্বই। পাঁচ দিনের ম্যাচ শেষ হয়ে গেল তিন দিনেই। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিলেন শার্দূল ঠাকুর। প্রথম ইনিংসে শুরুতে ব্যাট করে ২৩৫ রান তুলতে সক্ষম হয়েছিল সৌরাষ্ট্র। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রান করেন অর্পিত ভাসাভাদা। জবাবে ব্যাট করতে এসে সব উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে মুম্বই। ১১৭ রানের ইনিংস খেলেন শ্রেয়স আয়ার। এর পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে মাত্র ১১৫ রানেই শেষ হয়ে যায় সৌরাষ্ট্রের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও নামতে হয়নি মুম্বইকে। প্রথম ইনিংসে তিন ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন শার্দূল ঠাকুর। তাঁর পরেই সাত উইকেট নিয়ে রয়েছেন ধবল কুলকার্নি। তিনি প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসের তাঁর শিকার দুই। বোলাররা প্রায় সকলেই উইকেট পেলেন বল হাতে। ব্যাট হাতে শ্রেয়স ছাড়াও ৮৮ রানের ইনিংস খেলেন সিদ্ধেশ ল্যাড। ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স আয়ার।
আরও খবর
অবসরের ভাবনায় মালিঙ্গা খেলছেন চোট নিয়ে