Advertisement
E-Paper

মিউনিখ দুর্ঘটনার স্মৃতি যন্ত্রণা দিচ্ছে ছয় দশক পরেও

ম্যান ইউ-এর সেই মিউনিখ-বিপর্যয় মঙ্গলবার পা দিল ৬০ বছরে। স্মরণে-শ্রদ্ধায় যা পালিত হল ওল্ড ট্র্যাফোর্ডে। হাজার দু’য়েক সমর্থক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে উড়ে গিয়েছিলেন মিউনিখে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১২
শোক: ওল্ড ট্র্যাফোর্ডে শ্রদ্ধার্ঘ্য ফুটবল সমর্থকদের। মঙ্গলবার। ছবি:রয়টার্স

শোক: ওল্ড ট্র্যাফোর্ডে শ্রদ্ধার্ঘ্য ফুটবল সমর্থকদের। মঙ্গলবার। ছবি:রয়টার্স

অভিশপ্ত সেই বিমান দুর্ঘটনায় অকাল প্রয়াণ ঘটেছিল তাদের প্রথম একাদশের আট ফুটবলারের। ছয় দশক আগের সেই ঘটনা আজও ভোলেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মিউনিখ-বিপর্যয় তাই শোকের দিন ওল্ড ট্র্যাফোর্ডে।

ম্যান ইউ-এর সেই মিউনিখ-বিপর্যয় মঙ্গলবার পা দিল ৬০ বছরে। স্মরণে-শ্রদ্ধায় যা পালিত হল ওল্ড ট্র্যাফোর্ডে। হাজার দু’য়েক সমর্থক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে উড়ে গিয়েছিলেন মিউনিখে। সেখানেও তৈরি হয়েছিল শ্রদ্ধা জানানোর আর একপ্রস্ত বন্দোবস্ত।

শুধু সমর্থকরাই নন। শ্রদ্ধার সঙ্গে তা স্মরণ করছেন ম্যান ইউনাইটেড ফুটবলাররাও। ম্যান ইউয়ের স্প্যানিশ ফুটবলার জুয়ান মাতা যেমন ক্লাবের ওয়েবসাইটে তাঁর ব্লগে লিখেছেন, ‘‘ষাট বছর আগে যে ফুটবলাররা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তাঁরা চিরকাল হৃদয়ে বেঁচে থাকবেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইতিহাসে ওরা চির অমর।’’

ম্যাঞ্চেস্টারেই জন্ম ও বেড়ে ওঠা মার্কাস র‌্যাশফোর্ডের। পেশাদার ফুটবলার হিসেবে খেলেন এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে-ই। বছর কুড়ির সেই র‌্যাশফোর্ডের স্মৃতিচারণ, ‘‘সাত-আট বছর বয়স থেকেই জানি এই দুঃখজনক ঘটনার ব্যাপারে। পরে একটু যখন বড় হলাম, তখন ক্লাবের অ্যাকাডেমিতে কোচ পল ম্যাকগিনেস-এর কাছ থেকে বিশদে পুরো ঘটনা শুনেছি।’’

জন ভ্যালেন্টাইন গত কয়েক দশক ধরে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের বাইরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্কার্ফ বিক্রি করেন। তিনি বলছেন, ‘‘দিনটা ক্লাবের প্রতিটা সমর্থকের হৃদপিণ্ডে খোদাই করা আছে। পাঁচশো বছর পরে এই জায়গায় এই দিনে দাঁড়িয়ে থাকলেও আপনি শুনবেন, ফুল হাতে ছলছল চোখে ম্যান ইউ সমর্থকরা আলোচনা করছেন এই দিনটা নিয়ে।’’

এ দিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আয়োজিত স্মরণসভায় ছিল ওই দুঃসহ স্মৃতির উপর লেখা প্রবন্ধ ও কবিতা পাঠের আসর। বিকেল তিনটে চার মিনিটে (জিএমটি) পালন করা হয় এক মিনিটের নীরবতাও। ষাট বছর আগে এই সময়েই যে ঘটেছিল অভিশপ্ত ওই বিমান দুর্ঘটনা। ১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারির দিন বেলগ্রেড থেকে মিউনিখ হয়ে ম্যাঞ্চেস্টার ফিরছিল ম্যাট বুশবির দল। বেলগ্রেডে তাঁরা রেডস্টার বেলগ্রেড-কে হারিয়ে উঠেছিলেন ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে। কিন্তু মিউনিখ থেকে বরফপাতের মধ্যে উড়তে গিয়েই দুর্ঘটনায় পড়ে বিমানটি। মারা যান ওই উড়ানে থাকা ২৩ জন। যার মধ্যে ছিলেন ম্যান ইউয়ের আট ফুটবলার ও তিন সাপোর্ট স্টাফ। বরাত জোরে প্রাণে বেঁচে যান ববি চার্লটন এবং গোলকিপার হ্যারি গ্রেগ। কিন্তু বেঁচে ফিরতে পারেননি আর এক বিখ্যাত ফুটবলার ডানকান এডওয়ার্ডস।

Munich air disaster Manchester United Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy