Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Mushfiqur Rahim

টেস্টে কিপিং ছাড়ছেন, ভারত সিরিজ থেকে মুশফিকুর শুধুই ব্যাটসম্যান

এর আগে তাঁর উইকেটকিপিং নিয়ে উঠেছিল প্রশ্ন। সমালোচনার শিকারও হয়েছিলেন তিনি। তবে টেস্টে কিপিং ছেড়ে দেওয়ার নেপথ্যে সমালোচনার কোনও ভূমিকা নেই বলে জানিয়েছেন মুশফিকুর।

টেস্টে এ ভাবে আর দেখা যাবে না মুশফিকুরকে। ফাইল ছবি।

টেস্টে এ ভাবে আর দেখা যাবে না মুশফিকুরকে। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১২:৩২
Share: Save:

কেরিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে টেস্টে উইকেটকিপিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এই ব্যাপারে তিনি কথাও বলেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিনগোর সঙ্গে। এর ফলে ভারতে দুই টেস্টের সিরিজে উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে না মুশফিকুরকে।

৩২ বছর বয়সি বলেছেন, “টেস্টে আর উইকেটকিপিং করতে একেবারেই আগ্রহী নই। সামনে অনেক ম্যাচ রয়েছে। আর আমি তিন ফরম্যাটেই খেলি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলি। এই সব কিছু ভেবেই মনে হচ্ছে বড্ড বেশি বোঝা চাপছে। আমি দীর্ঘদিন খেলতে চাই। আর সেই কারণেই এই ব্যাপারে ভাবতে হচ্ছে।”

গত পাঁচ বছরে বড় কোনও চোট তিনি পাননি, জানিয়েছেন মুশফিকুর। বলেছেন, “তবে চোট না পেলেও আমি কিন্তু এই সময়ে তেমন বিশ্রামও পাইনি। ভবিষ্যতে এমন যদিও হতেই পারে যে, দুটো সিরিজে বিশ্রাম নিতে হল। কোনও সিরিজ মিস করার চেয়ে আমি বরং ওয়ার্কলোড কমিয়ে দিতে চাইব। আর তা সম্ভব হবে টেস্টে কিপিং না করলেই।”

আরও পড়ুন: ৫৬ বলে ১০০! জন্মদিনে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ওয়ার্নারের​

আরও পড়ুন: ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে এই বিশ্ব একাদশ

এর আগে তাঁর উইকেটকিপিং নিয়ে উঠেছিল প্রশ্ন। সমালোচনার শিকারও হয়েছিলেন তিনি। তবে টেস্টে কিপিং ছেড়ে দেওয়ার নেপথ্যে সমালোচনার কোনও ভূমিকা নেই বলে জানিয়েছেন মুশফিকুর। তাঁর কথায়, “সমালোচনা আমার কাছে নতুন নয়। আর গত এক বছর ধরেই এটা ঘটছে, এমন নয়। প্রত্যেকেই তো আর শাকিব আল হাসান নয় যে ব্যাট ও বলে দুই বিভাগেই ১০০ শতাংশ দেবে। হয়ত আমার ব্যাটিং ও কিপিং দুটো সমপর্যায়ের নয়। আমার দিক থেকেও ঘাটতি থাকতে পারে। যদি তেমন হয়, তবে সব ফরম্যাট থেকেই কিপিং ছেড়ে দেব।”

পাশাপাশি তিনি আরও বলেছেন, “এমন মোটেই নয় যে উইকেটকিপিং করেও ভাল খেলতে পারব না। দুটো ডাবল সেঞ্চুরি কিন্তু কিপিং করেই এসেছে। টেস্টে সব সেঞ্চুরিই সেই ভাবে এসেছে। কিপার হিসেবে আমার ব্যাটিং রেকর্ড মনে হয় ভালই। আর কিপার থাকলে পিছন থেকে সব কিছু নজরে আসে আর সেটা ব্যাটিংয়ে সাহায্য করে বলে অনুভব করি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE