সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতিতে মিলেছে। কিন্তু তার সঙ্গে রয়েছে শর্ত। ইংল্যান্ডের অ্যামেচার সুইমিং প্রতিযোগিতার ঘটনা। সেখানকার মুসলিম ওমেনস স্পোর্টস ফাউন্ডেশনের অনুরোধে অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন তাদের নিয়মে কিছুটা শিথিলতা এনেছে ঠিকই কিন্তু তার ফলে অন্যান্য প্রতিযোগিদের থেকে আলাদাই হয়ে থাকতে হবে মুসলিম মেয়েদের। পুরো শরীর ঢাকা যে সব সুইমিং শুট ব্যবহার করা হত সেটাও করা যাবে না। কারণ, তাতে নাকি শরীর ঢাকা থাকলেও তা বোঝা যায়। তাই সেই সুইমিং স্যুট পরা যাবে না।
কী পরতে হবে তা হলে?
পরতে হবে ‘বুরকিনিস’।