Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নিজের কাজটা ঠিকঠাক করছি

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো পার্টনারশিপের পর ফের শাহিদ আফ্রিদিদের বিরুদ্ধে ২৪ রানের ঘাতক ইনিংস খেলেছেন। একই পার্টনারের সঙ্গে। বিরাট কোহালি। ভারত-পাক ম্যাচের প্রবল চাপ কী ভাবে সামলেছেন, কী ভাবছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম ইন্ডিয়ার এর পরের চ্যালেঞ্জ নিয়ে। তিনি— যুবরাজ সিংহ সাক্ষাৎকার দিলেন বিসিসিআই ওয়েবসাইটে।

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৪:৩০
Share: Save:

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো পার্টনারশিপের পর ফের শাহিদ আফ্রিদিদের বিরুদ্ধে ২৪ রানের ঘাতক ইনিংস খেলেছেন। একই পার্টনারের সঙ্গে। বিরাট কোহালি। ভারত-পাক ম্যাচের প্রবল চাপ কী ভাবে সামলেছেন, কী ভাবছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম ইন্ডিয়ার এর পরের চ্যালেঞ্জ নিয়ে। তিনি— যুবরাজ সিংহ সাক্ষাৎকার দিলেন বিসিসিআই ওয়েবসাইটে।

প্রসঙ্গ: ইডেনে শনিবার নিজের ব্যাটিং

যুবরাজ: যত বড় ম্যাচই হোক আমি শুধু পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে যাওয়ার চেষ্টা করেছি। সঠিক জায়গায় ফোকাস রাখাটা জরুরি ছিল। স্ট্রাইকটা রোটেট করে যেতে চাইছিলাম। সেটা পেরেওছি। ভাগ্য খারাপ যে ম্যাচটা শেষ করে উঠতে পারিনি। বিরাট দুর্ধর্ষ ফর্মে রয়েছে। তারপর তো ধোনি এসে ম্যাচটা ফিনিশ করল।

প্রসঙ্গ: পাকিস্তান ম্যাচে নিজের ভূমিকা

যুবরাজ: আমার কাজ ছিল শুরুতে কয়েকটা বল ধরে তারপর অ্যাটাকিং খেলা। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে আমরা একটু চাপে ছিলাম। ওই ম্যাচে আমরা যে রকম চেয়েছিলাম ব্যাট করতে পারিনি। এই ম্যাচেও দ্রুত তিনটে উইকেট পড়ে যাওয়াটা চাপে ফেলে দিয়েছিল আমাদের। তখন একটা পার্টনারশিপ দরকার ছিল। বিরাটের সঙ্গে জুটিতে পঞ্চাশ প্লাস রান উঠে চাপটা কমে গিয়েছিল।

প্রসঙ্গ: এর পর বাংলাদেশ ম্যাচ

যুবরাজ: দলের আত্মবিশ্বাস ফেরাটা খুব জরুরি ছিল। বাংলাদেশের বিরুদ্ধেও পরের ম্যাচে আমরা একই ভাবে খেলতে পারব আশা করছি।

প্রসঙ্গ: ইদানীং ভারতের ব্যাটিং

যুবরাজ: আমরা নিজেদের ব্যাটিংটা খুব ভাল করে জানি। আমাদের রানিং বিটউইন দ্য উইকেটস, বিশেষ করে কলিং (খুচরো রানের ক্ষেত্রে) খুব ভাল হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yuvraj Singh wt20 interview
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE