Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফাইনালে রজারকে সামনে চান না নাদাল

দু’বছর বাদে ঘাসের কোর্টে নেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ মহাতারকা। যে রকম বিধ্বংসী ফর্মে তাঁকে দেখা গিয়েছে, তাতে ফাইনালে দেখা যেতেই পারে নাদালকে।

ফাইনালে সেরা প্লেয়ারের মুখোমুখি হতে চান না নাদাল । ছবি: এএফপি।

ফাইনালে সেরা প্লেয়ারের মুখোমুখি হতে চান না নাদাল । ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০৩:৪৫
Share: Save:

সব কিছু যদি ঠিকঠাক এগোয়, তা হলে উইম্বলডন ফাইনালে দেখা হয়ে যেতে পারে রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারের। গোটা টেনিস দুনিয়া সেই স্বপ্নের ফাইনালের দিকে তাকিয়ে থাকলেও এক জন কিন্তু সেটা চাইছেন না। তিনি— স্বয়ং রাফায়েল নাদাল।

দু’বছর বাদে ঘাসের কোর্টে নেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ মহাতারকা। যে রকম বিধ্বংসী ফর্মে তাঁকে দেখা গিয়েছে, তাতে ফাইনালে দেখা যেতেই পারে নাদালকে। সে রকম হলে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চাইবেন? নাদালের জবাব, ‘‘ফাইনালে উঠলে আর যাকেই হোক, ফেডেরারের বিরুদ্ধে খেলতে চাই না।’’

কারণটা অবশ্য পরিষ্কার। অস্ট্রেলীয় ওপেনে জেতার পরে বিশ্রাম নিয়ে ফেডেরার এখন অনেক তরতাজা। আর সে জন্যই বোধহয় নাদাল বলছেন, ‘‘ফাইনালে আমি কখনওই সেরা প্লেয়ারের মুখোমুখি হতে চাই না। আর এ বছরে আমি রজারের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলে ফেলেছি।’’ যে সব ম্যাচের ফল অবশ্য ফেডেরারের দিকেই গিয়েছে।

আরও পড়ুন: ভিসা সমস্যায় আটকে ভারতের শাটলাররা

তবে নিজে যে ভাল ছন্দে আছেন, সে কথা মেনে নিচ্ছেন নাদাল। বলেছেন, ‘‘দ্বিতীয় রাউন্ডের জন্য আমার হাঁটু তৈরি। উইম্বলডনে খেলতে পেরে দারুণ লাগছে। সবচেয়ে যেটা বড় ব্যাপার, ফিটনেস নিয়ে খুব ভাল জায়গায় রয়েছি।’’

এই মরসুমে ক্লে কোর্টে অপ্রতিরোধ্য দেখিয়েছে তাঁকে। ক্লে এবং ঘাসের কোর্টে খেলা নিয়ে নাদাল বলেছেন, ‘‘দু’টো সম্পূর্ণ আলাদা ধরনের খেলা। ক্লে থেকে ঘাসে মানিয়ে নিতে গেলে আপনার খেলায় অনেক পরিবর্তন করতে হয়। আপনি যত খুশি প্র্যাকটিস করুন না কেন, সম্পূর্ণ ভিন্ন ধরনের কোর্টে মানিয়ে নিতে পেরেছেন কি না, সেটা বোঝা যাবে একমাত্র ম্যাচ খেলতে নামলে।’’ ঘাসের কোর্টে প্র্যাকটিস নিয়ে তিনি বলেন, ‘‘ঘাসে গোটা সপ্তাহ প্র্যাকটিস করে বেশ ভালই লেগেছে। কিন্তু ঘাসের কোর্ট মানেই এমন সমস্ত বিপক্ষের বিরুদ্ধে খেলতে হয় যারা খুব আগ্রাসী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE