Advertisement
১১ মে ২০২৪
steve smith

স্টিভ স্মিথকেই অস্ট্রেলিয়ার নেতৃত্বে চাইছেন সতীর্থ লায়ন

তাঁকে ফের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি। কিছুদিন আগে সংবাদমাধ্যমে এমনই জানিয়েছিলেন স্টিভ স্মিথ।

স্মিথকে নেতা চান লায়ন (বাঁ দিকে)

স্মিথকে নেতা চান লায়ন (বাঁ দিকে) ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ২২:৪২
Share: Save:

তাঁকে ফের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি। কিছুদিন আগে সংবাদমাধ্যমে এমনই জানিয়েছিলেন স্টিভ স্মিথ। এ বার তিনি পাশে পেলেন এক সতীর্থকেও। বৃহস্পতিবার নেথান লায়ন জানিয়েছেন, স্মিথ নেতৃত্ব দিতে চাইলে তাঁকে সেই দায়িত্ব দেওয়া যেতেই পারে।

এক পডকাস্টে লায়নের মন্তব্য, “স্মিথ কথাটা বলায় আমি বেশ উত্তেজিত। গত দু’বছরে নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে ও। তাই এগিয়ে এসে নেতৃত্বের কথা বলার সাহস দেখাতে পেরেছে। অনেক কিছু শিখেছে এর মধ্যে। তাই হয়তো ওর মনে হয়েছে এখনও নেতৃত্ব দিতে পারে। যদি ও সেটা চায়, তাহলে ওকে দেওয়া যেতেই পারে।”

যদি এখনকার অধিনায়ক টিম পেনকেও কৃতিত্ব দিয়েছেন লায়ন। বলেছেন, “টিম আমাদের অধিনায়ক এবং ও নিজের মতো করে দলটা চালাতে চায়। স্মিথ সেটাকে শ্রদ্ধা করে। অনেক সময় নিজেই গিয়ে টিমকে পরামর্শ দেয়। কারণ ওর ক্রিকেটীয় বুদ্ধি অনেক ভাল এবং বাকিদের থেকে অনেক আলাদা চোখে খেলাটা বুঝতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Australia steve smith Nathan Lyon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE