Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিবর্ণ সমাপ্তিতে বিতর্কে জাতীয় সঙ্গীত

কথা ছিল, আট মিনিটের সমাপ্তি অনুষ্ঠানে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি। আদতে হল বাংলার চিরশ্রেষ্ঠ ব্যক্তিত্বের রচনাকে চূড়ান্ত অপমান। মাঠে নামার আগে দু’দলের প্লেয়ার, ইডেন-সহ গোটা আইপিএল পৃথিবীকে যে জাতীয় সঙ্গীত শোনানো হল, তার সঙ্গে ‘জন গণ মন’র মিল কম, অমিল বেশি। সুর ভুল, কথা ভুল, যে তরুণীর দল গাইছিলেন তাঁরা স্পষ্টতই নার্ভাস। যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৪:৩০
Share: Save:

কথা ছিল, আট মিনিটের সমাপ্তি অনুষ্ঠানে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি। আদতে হল বাংলার চিরশ্রেষ্ঠ ব্যক্তিত্বের রচনাকে চূড়ান্ত অপমান।

মাঠে নামার আগে দু’দলের প্লেয়ার, ইডেন-সহ গোটা আইপিএল পৃথিবীকে যে জাতীয় সঙ্গীত শোনানো হল, তার সঙ্গে ‘জন গণ মন’র মিল কম, অমিল বেশি। সুর ভুল, কথা ভুল, যে তরুণীর দল গাইছিলেন তাঁরা স্পষ্টতই নার্ভাস। যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে যায়। বিষেণ সিংহ বেদী টুইট করেন, ‘‘প্লিজ হেল্প। আমাদের জাতীয় সঙ্গীতের সত্যিই কি এতটা মর্যাদাহানি প্রয়োজন? তার উপর কোথায়? না বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা, মামলা-মোকদ্দমায় জজর্রিত ক্লাব ক্রিকেটের এক মঞ্চে।’’

তার আগে ‘জে’ ব্লকের সামনে হঠাৎই নাচতে দেখা গেল একদল তরুণকে। তাঁরা কী করছেন, কেন করছেন, এ সব প্রশ্ন তুলতে তুলতেই শেষ সমাপ্তি অনুষ্ঠান। তাঁরা যে গানের সঙ্গে নাচলেন, ইডেনের কেউ শুনতে পেল কি না সন্দেহ। আর যেখানে নাচলেন, সেখান থেকে একটা ব্লক বাদ দিলে বাকিরা কিছুই দেখতে পেলেন না। সিএবি কর্তাদের এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁরা জানিয়ে দেন, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল আইএমজি সংস্থা। যে সংস্থার এক কর্তাকে ধরা হলে তিনি শুধু বললেন, ‘‘নো কমেন্টস।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE