Advertisement
E-Paper

সাদা বলে বল করতেই সমস্যা হত সিরিজ সেরা সাইনির!

ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাটে নবদীপ সাইনিকে বেশি কার্যকরী বলে মনে করা হয়। কিন্তু সাদা বলে এখন অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছেন বলে স্বয়ং জানিয়েছেন দিল্লির পেসার। 

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১১:৫৪
সাইনির এই পারফরম্যান্স নির্বাচকদের কাজ কঠিন করছে। ছবি টুইটার থেকে নেওয়া।

সাইনির এই পারফরম্যান্স নির্বাচকদের কাজ কঠিন করছে। ছবি টুইটার থেকে নেওয়া।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের সেরা হয়েছেন নবদীপ সাইনি। দুই ম্যাচে তিনি নিয়েছেন পাঁচ উইকেট। যা বিশ্বকাপের দলে থাকার ব্যাপারে তাঁর দাবি জোরাল করছে।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাই দুটোর বেশি ম্যাচ পাননি ডান হাতি পেসার। কিন্তু তাতেই এক্সপ্রেস গতিতে নজর কেড়েছেন ক্রিকেটমহলের। ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাটে তাঁকে বেশি কার্যকরী বলে মনে করা হয়। কিন্তু সাদা বলে এখন অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছেন বলে স্বয়ং জানিয়েছেন দিল্লির পেসার। পুণেয় সিরিজ জয়ের পর সাইনি বলেছেন, “আগে যখন লাল বলের ক্রিকেটেই বেশি খেলতাম, তখন সাদা বলে অস্বস্তি হত। এখন অনেক অনুশীলনের পর সাদা বলে বোলিংকেও সহজ লাগছে। উন্নতির রাস্তাতেও রয়েছি। সিনিয়রদের সাহায্য পাচ্ছি। বিভিন্ন পরিস্থিতিতে কী ভাবে বল করতে হবে, সেই পরামর্শ মিলছে।”

শুক্রবার ২৮ রানে তিন উইকেট নেন সাইনি। যার মধ্যে ইয়র্কারে বোল্ডের উইকেটও রয়েছে। সাইনির কথায়, “জোরে বোলিং আমার কাছে সহজাত ভাবে এসেছে। জিমে যাই, ডায়েটে খেয়াল রাখি। ভারতের হয়ে খেলতে পারা বিশাল ব্যাপার।” বছরের শেষে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে সাইনির এই গতি কাজে আসতে পারে বলে মনে করছেন ক্রিকেটমহলের অনেকে। জশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিদের পাশে নবদীপেরও বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে থাকা উচিত বলে রায় দিচ্ছেন কোনও কোনও প্রাক্তন।

Cricket Cricketer Navdeep Saini Yorker Man of the Series India Vs SriLanka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy