Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

এএফসি মিটিংয়ের পর ঘোষণা হবে আইএসএল-এর নতুন দলের নাম

আইএসএল-এ নতুন দলের নাম ঘোষণার কথা ছিল ২৬ মে। কিন্তু তেমনটা হচ্ছে না। ২৫ মে বিড পেপার জমা দেওয়ার শেষ দিন ছিল। সেই মতো বাকি যে সব দল খেলতে চায় তারা সকলেই বিড পেপার জমা দিয়ে দিলেও বেকে বসেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ২০:০৪
Share: Save:

আইএসএল-এ নতুন দলের নাম ঘোষণার কথা ছিল ২৬ মে। কিন্তু তেমনটা হচ্ছে না। ২৫ মে বিড পেপার জমা দেওয়ার শেষ দিন ছিল। সেই মতো বাকি যে সব দল খেলতে চায় তারা সকলেই বিড পেপার জমা দিয়ে দিলেও বেকে বসেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান। সময়ের মধ্যে তারা সেটা জমা দেয়নি। এমন কী এখনও পর্যন্ত তাদের জমা দেওয়ার কোনও নির্ধারিত সময়ও পাওয়া যায়নি। আদৌ দেবে কী না তা নিয়েও কিছু জানায়নি ভারতীয় ফুটবলের দুই জায়ান্ট। বুধবার দিল্লির ফুটবল হাউসে মিটিংয়ে বসেছিলেন এএফসির সচিব দাতো উইন্ডসোরের সঙ্গে এআইএফএফ-এর সভাপতি প্রফুল পটেল ও সচিব কুশল দাস। সেখানেই উইন্ডসোর তাঁর মতামতে জানান, বিড পেপার খোলা হবে ৭ জুন কুয়ালালামপুরে মিটিংয়ের পর। এই মিটিংয়ে থাকবে আই লিগ, আইএসএল ক্লাব, ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও ক্রীড়ামন্ত্রকের প্রতিনিধিরা।

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল প্রথম বিশ্বের এই দেশ

আগে কথা ছিল যে সব বিড পেপার জমা পড়েছে সেগুলি খোলা হবে ২৬ মে। কিন্তু মিটিংয়ের পর সেই সিদ্ধান্তের পরিবর্তন করা হয়। কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় বিড পেপার ওপেন করার দিন। ১০টি শহর থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল আইএসএল-এ খেলার জন্য। সেই তালিকায় ছিল আহমেদাবাদ, বেঙ্গালুরু, কটক, দূর্গাপুর, হায়দরাবাদ, জামশেদপুর, কলকাতা, রাঁচী, শিলিগুড়ি এবং তিরুবনন্তপুরম। এর মধ্যে আবেদন জানিয়েছে বেঙ্গালুরু থেকে বেঙ্গালুরু এফসি ও জামশেদপুর থেকে টাটা গ্রুপ। মনে করা হচ্ছে বেঙ্গালুরু এফসির ভাগ্য খুলতে পারে আইএসএল-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football AIFF Indian Super League I League AFC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE