Advertisement
০১ মে ২০২৪
Sports News

ইস্টবেঙ্গলে এ বার অন্য খালিদ

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খালিদ জানালেন, ‘‘ইস্টবেঙ্গলের মতো ভারতের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।  লাল-হলুদ জার্সি গায়ে নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত আমি।’’

ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করছেন খালিদ উচো।

ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করছেন খালিদ উচো।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৯
Share: Save:

ভিসা সমস্যায় শহরে আসা আটকে গিয়েছে লাল-হলুদের ষষ্ঠ বিদেশি দিলশোদের। পরিবর্ত হিসেবে উগান্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার খালিদ উচোকে সই করাল ইস্টবেঙ্গল। বুধবারই ক্লাবে চলে এসেছে নবাগত বিদেশির আন্তর্জাতিক ছাড়পত্র। ইতিমধ্যেই ভারতে আসার ভিসার জন্য আবেদনও জানিয়েঠেন তিনি। আগের বিদেশির মতো যাতে আর না হয় সেটা আগে থেকেই পরিষ্কার হয়ে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খালিদ জানালেন, ‘‘ইস্টবেঙ্গলের মতো ভারতের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। লাল-হলুদ জার্সি গায়ে নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত আমি।’’ সদ্য মিনার্ভার বিরুদ্ধে ম্যাচ জিতে, আই লিগের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠেছে কলকাতার এই ক্লাবে। যে কারণে বাকি ম্যাচগুলোতে সর্ব শক্তি নিয়েই নামতে নামতে মরিয়া ইস্টবেঙ্গল।

প্রসঙ্গত, এই মুহূর্তে ১৪ ম্যাচ খেলে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচ খেলে শীর্ষে নেরোকা। ১৪ ম্যাচ খেলে মিনার্ভা এখন দ্বিতীয় স্থানে। কিন্তু ইস্টবেঙ্গল যদি বাকি সব ম্যাচ জিতে নিতে পারে তা হলে বহুদিন পর আবার ইস্টবেঙ্গলের ঘরে আই লিগ শোভা পেতে পারে। যদিও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। অতীতে লিগের খুব কাছে গিয়েও থমকে যেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি চায় না ক্লাব কর্তারা। যে কারণে আটঘাট বেঁধেই বাকি ম্যাচে নামতে চাইছে।

তথ্য ও ছবি: ইস্টবেঙ্গল।

আরও পড়ুন
মিনার্ভা ম্যাচের রেফারিং নিয়ে ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE