Advertisement
২৬ এপ্রিল ২০২৪
England Cricket Team

হেনরিদের গতিতে বিধ্বস্ত ইংল্যান্ড

দু’টি উইকেট পেয়েছেন তরুণ বাঁ-হাতি স্পিনার অজাজ় পটেল। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

— ছবি সংগৃহীত

— ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ০৬:১৬
Share: Save:

নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যানদের মতোই দাপট দেখাচ্ছেন তাদের পেসাররাও। শনিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৮৮ রানে। এর পরে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ড পেস আক্রমণের সামনে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। দিনের শেষে ইংল্যান্ডের রান ৯ উইকেটে ১২২। এগিয়ে ৩৭ রানে। তিনটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, দুটি নিল ওয়াগনার। দু’টি উইকেট পেয়েছেন তরুণ বাঁ-হাতি স্পিনার অজাজ় পটেল। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

এজবাস্টনে দ্বিতীয় টেস্টের জন্য দলে ছ’টি বদল করে নেমেছিল নিউজ়িল্যান্ড। প্রথম টেস্টের দল থেকে বিশ্রাম দেওয়া হয় দুই পেসার টিম সাউদি এবং কাইল জেমিসনকে। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৩০৩ ও ১২২-৯ (হেনরি ৩-৩৬, ওয়াগনার ৩-১৮) বনাম নিউজ়িল্যান্ড ৩৮৮ (ইয়ং ৮২)। ৩৭ রানে এগিয়ে ইংল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE