Advertisement
E-Paper

নাইট সমাচার

আপাতত ইডেন পর্ব শেষ। এ বার বাইরে টানা তিনটে ম্যাচ খেলতে বুধবার শহর ছাড়ছেন গৌতম গম্ভীররা। তার ২৪ ঘণ্টা আগে কেকেআর শিবিরের খবর।আপাতত ইডেন পর্ব শেষ। এ বার বাইরে টানা তিনটে ম্যাচ খেলতে বুধবার শহর ছাড়ছেন গৌতম গম্ভীররা। তার ২৪ ঘণ্টা আগে কেকেআর শিবিরের খবর।

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০৪:৫২

মঙ্গলবার ইডেনের নেটে অনেকক্ষণ বল করলেন সুনীল নারিন। প্রথম দুই ম্যাচে কোনও উইকেট না পেলেও অধিনায়কের ভোট পাচ্ছেন এই অফ স্পিনার। গম্ভীর বলছেন, ‘‘এখনও নারিন যথেষ্ট বিপজ্জনক। টুর্নামেন্টটা আরও এগোতে দিন, দেখে নেবেন নারিন গত বারের মতোই সফল হবে।’’

আরসিবি ম্যাচে গেইলের ক্যাচ ফস্কে ম্যাচ হারিয়েছিলেন মর্নি মর্কেল। এ দিন দেখা গেল মর্কেলকে আলাদা করে হাই ক্যাচ প্র্যাকটিস করানো হচ্ছে।

এ দিন ইডেনে কেকেআরের অপশনাল প্র্যাকটিস থাকলেও গোটা টিম হাজির ছিল। তিন ঘণ্টার সিরিয়াস প্র্যাকটিসে দেখা গেল সব প্লেয়ারকেই। এমনকী রিজার্ভে থাকা বীরপ্রতাপ সিংহ, শেলডন জ্যাকসনকেও দেখা গেল নেটে ব্যাটিং-বোলিং করছেন।

সাকিব দেশে ফিরে গিয়েছেন। তাঁর বদলি হিসেবে দুটো নাম মাথায় আছে নাইটদের। স্পিন সহায়ক উইকেট হলে বোথা। না হলে হয়তো দুশখাতে।

দিনভর নারিন

কখনও আন্দ্রে রাসেলের হেয়ারড্রেসার।

কখনও অধিনায়কের সঙ্গে ক্রিকেটে ডুবে।

ছবি: ফেসবুক, উৎপল সরকার।

kkr practice kkr camp kkr news ipl8 sunil narine crish gayle
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy