Advertisement
০৮ মে ২০২৪

নেতৃত্ব ছাড়লেন নেইমার

দু’বছর আগে দেশে বিশ্বকাপ আনতে পারেননি। সেই ক্ষতে কিছুটা হলেও মলম লাগালেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ব্রাজিলকে অলিম্পিক্স ফুটবলে সোনা এনে দিয়ে। ইতিহাসে এই প্রথম বার। এবং তার পরপরই ব্রাজিল অধিনায়ক জানিয়ে দিলেন, নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।

আনন্দের অশ্রু। ছবি: টুইটার

আনন্দের অশ্রু। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০৩:৪৫
Share: Save:

দু’বছর আগে দেশে বিশ্বকাপ আনতে পারেননি। সেই ক্ষতে কিছুটা হলেও মলম লাগালেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ব্রাজিলকে অলিম্পিক্স ফুটবলে সোনা এনে দিয়ে। ইতিহাসে এই প্রথম বার। এবং তার পরপরই ব্রাজিল অধিনায়ক জানিয়ে দিলেন, নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। পেনাল্টি থেকে গোল করে দেশকে অলিম্পিক্স ফাইনাল জিতিয়ে নেইমার বলে দিয়েছেন, ‘‘আজ আমি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। ক্যাপ্টেনের আর্মব্যান্ড আমি ছেড়ে দিচ্ছি।’’ সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘অধিনায়কত্ব করাটা আমার কাছে দারুণ সম্মানের ছিল। কিন্তু আজ থেকে আমি আর অধিনায়ক নই। সিনিয়র কোচ তিতে-কে আমি জানিয়ে দেব যে, আজকের পর উনি যেন নতুন অধিনায়ক খুঁজে নেন।’’ ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের পর নেইমারকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন কোচ দুঙ্গা। যে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ চূর্ণ হয়ে ছিটকে গিয়েছিল ব্রাজিল। দেশের হয়ে কনফেডারেশনস কাপ জিতেছেন নেইমার। ক্লাব বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতাও আছে চব্বিশ বছরের ফুটবল তারকার। তবে এ সবের মধ্যে কোনও তুলনা টানতে রাজি নন নেইমার। বরং তিনি বলে দিয়েছেন, ‘‘কোনও একটা ট্রফিকে অন্যটার চেয়ে উপরে রাখতে চাই না। যে ক’টা টুর্নামেন্টে নামি, যে ক’টা ট্রফি জিতি, তার সবগুলোই সমান গুরুত্বপূর্ণ।’’ ফুটবল ইতিহাসে সোনালি নানান নজির থাকলেও অলিম্পিক্স সোনা এত দিন ছিল না পেলের দেশের। যা নিয়ে নেইমার বলেছেন, ‘‘মনের ভেতর কী কী চলছে, বলে বোঝাতে পারব না। আমি আমার স্বপ্নপূরণ করেছি। আর সেটা আমার নিজের দেশে করতে পেরে আমি গর্বিত।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘দেশের জন্য এই পদকটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের সেটা দেওয়ার জন্য। অনেক লড়াই, খাটনি আর ফোকাসের ফল এই পদক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar Rio Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE