Advertisement
০৫ মে ২০২৪
Sports News

নেইমারের দু’বছর জেলের দাবি স্প্যানিশ আদালতের

নেইমারের দু’বছর জেল আর ১০ মিলিয়ন ডলার জরিমানার দাবি জানাল স্প্যানিশ আদালত। বার্সেলোনায় তাঁর যাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে অনেকদিন ধরেই। বুধবার সেই জল আরও ঘোলা হল।

নেইমার। ছবি: সংগৃহিত।

নেইমার। ছবি: সংগৃহিত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ২১:১৫
Share: Save:

নেইমারের দু’বছর জেল আর ১০ মিলিয়ন ডলার জরিমানার দাবি জানাল স্প্যানিশ আদালত। বার্সেলোনায় তাঁর যাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে অনেকদিন ধরেই। বুধবার সেই জল আরও ঘোলা হল। শুধু তাই নয় বার্সেলোনার প্রাক্তন সভাপতি স্যান্দ্রো রোসেলেরও পাঁচ বছরের জেলের দাবি জানানো হয়েছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ২০১৪তেই সরে দাঁড়িয়েছিলেন রোসেল। যদিও বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমৌয়ের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

মামলার শুরু ব্রাজিলের এক ইনভেস্টমেন্ট সংস্থা ডিআইএস-এর অভিযোগের ভিত্তিতে। যাদের কাছে নেইমারের স্পোর্টিং রাইটের ৪০ শতাংশ ছিল যখন ২০১৩তে স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দিলেন তিনি। সেই সংস্থা নেইমার ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে পাঁচ বছরের জেলের দাবি করেছিল। আর আট বছরের জেল চেয়েছিল প্রাক্তন সভাপতির ও বর্তমান সভাপতির জন্য। পাশাপাশি ১৯৫ মিলিয়ন ইউরো জরিমানারও দাবি করা হয়েছিল বার্সেলোনা ক্লাবের বিরুদ্ধে।

বার্সেলোনা প্রথমে নেইমারের ট্রান্সফার হিসেবে ঘোষণা করেছিল ৫৭.১ মিলিয়ন ইউরো। যার মধ্য ১৭.১ মিলিয়ন ইউরো স্যান্টোসকে দেওয়া হয়। ও ৪০ মিলিয়ন দেওয়া হয় নেইমারের পারিবারিক সংস্থাকে। কিন্তু খবর হচ্ছে ৫৭.১ মিলিয়ন ইউরো নয় সেই মূ্ল্য ৮৩.৩ ওভার। আর ডিআইএসকে দেওয়া হয়েছে ৬.৮ মিলিয়ন ইউরো এবং স্যান্টোসকে দেওয়া হয়েছে ৪০ শতাংশ। সেই সংস্থা মনে করছে তাদের চিট করা হয়েছে।

আরও খবর

বার্সেলোনা ছেড়ে ম্যান ইউয়ের পথে মেসি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar Barcelona Santos
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE