Advertisement
০৫ মে ২০২৪

লাল কার্ড দেখে বার্সার উদ্বেগ বাড়ালেন নেমার

লা লিগা কার— সম্ভবত চূড়ান্ত হবে এল ক্লাসিকোয়। শনিবার রাতে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে জিতলে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে খেতাব অনেকটাই নিশ্চিত করে ফেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-রা।

বিধ্বস্ত: অ্যাওয়ে ম্যাচে মালাগার গোলের পর হতাশ বার্সেলোনার দুই তারকা মেসি ও নেমার। গেটি ইমেজেস

বিধ্বস্ত: অ্যাওয়ে ম্যাচে মালাগার গোলের পর হতাশ বার্সেলোনার দুই তারকা মেসি ও নেমার। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০৪:২৪
Share: Save:

লা লিগা কার— সম্ভবত চূড়ান্ত হবে এল ক্লাসিকোয়।

শনিবার রাতে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে জিতলে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে খেতাব অনেকটাই নিশ্চিত করে ফেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-রা। তাই চলতি লা লিগায় ঘরের মাঠে অপরাজিত তকমা বজায় থাকলেও জিততে না পারার হতাশা গোপন করেননি রিয়াল অধিনায়ক সের্জিও র‌্যামোস। তিনি বলেছেন, ‘‘পাঁচ বছর পর লা লিগায় চ্যাম্পিয়ন হতে গেলে এখন সব ম্যাচই জিততে হবে। এ ছাড়া অন্য কোনও পথ খোলা নেই আমাদের সামনে।’’

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের ড্র বার্সেলোনার সামনে হঠাৎ করেই লিগ টেবলের এক নম্বরে উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু লিওনেল মেসি-রা সেই সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ। মালাগা-র বিরুদ্ধে ০-২ অঘটনের হারের পর এক ম্যাচ বেশি খেলে সেই দু’নম্বরে থেকে গেল বার্সেলোনা। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মেসি না রোনাল্ডো কার হাতে ট্রফি উঠবে তা ২৩ এপ্রিল বের্নাবাউয়ের এল ক্লাসিকোতেই হয়তো স্পষ্ট হয়ে যাবে।

তবে তার আগে দু’দলেরই একটি করে খেলা রয়েছে।

১৫ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ স্পোর্টিং খিখন। কয়েক ঘণ্টার ব্যবধানে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে মেসি-রা খেলবেন রিয়াল সোসিদাদের বিরুদ্ধে। কিন্তু এল ক্লাসিকোর সপ্তাহ দু’য়েক আগে থেকেই অস্বস্তি শুরু হয়ে গিয়েছে বার্সা শিবিরে!

নেমার-কে নিয়ে উদ্বেগ: মালাগা-র বিরুদ্ধে দু’টো হলুদ কার্ড দেখে ৬৫ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিল অধিনায়ক। বার্সার হয়ে ১৮১টি ম্যাচ খেলার পর প্রথম লাল কার্ড দেখলেন নেমার। নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড না দেখায় তাঁর এক ম্যাচ নির্বাসিত হওয়ার কথা। কিন্তু চতুর্থ রেফারির উদ্দেশে হাততালি দিয়ে বিতর্কে জড়িয়েছেন নেমার। রেফারি হেসাস খিল মালজানো ম্যাচ রিপোর্টে লিখেছেন, ‘লাল কার্ড দেখে টানেলে ঢোকার সময় হাততালি দিয়ে চতুর্থ রেফারিকে কটাক্ষ করেছে নেমার।’

গত ফেব্রুয়ারিতে একই কারণে দু’ম্যাচ নির্বাসিত হয়েছিলেন বার্সার আর এক তারকা লুইস সুয়ারেজ। নেমারেরও একই পরিণতি হওয়ার সম্ভাবনা প্রবল।

লুইস এনরিকের তোপ: নেমারে বিরুদ্ধে রেফারি কড়া রিপোর্ট দিলেও বার্সা ম্যানেজার নিজের দলের স্ট্রাইকারের পাশেই দাঁড়িয়েছেন। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রেফারির সমালোচনা করে এনরিকে বলেছেন, ‘‘মালাগা-র ফুটবলাররা খুব ভাবে বাজে মারছিল আমাদের। কিন্তু ওদের কাউকে কার্ড দেখালেন না রেফারি। অথচ নেমার যখন বুটের ফিতে বাঁধছিল, তখন ওকে কার্ড দেখানো হল।’’

বার্সা ম্যানেজার মানতে রাজি নন, এল ক্লাসিকোর ফলের উপরেই নির্ভর করছে লা লিগা চ্যাম্পিয়নের ভাগ্য। তিনি বলেছেন, ‘‘আমি মনে করি না, রিয়াল-কে হারাতে না পারলে খেতাবের দৌড় থেকে আমরা ছিটকে যাব। চ্যাম্পিয়ন তারাই হবে, যারা বাকি সব কটি ম্যাচ জিতবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ভাল খেলেও মালাগা-র বিরুদ্ধে জিততে না পারাটা দুর্ভাগ্য। তবে এক জন ফুটবলার কম নিয়েও দ্বিতীয়ার্ধ দুর্দান্ত খেলেছি।’’

কাঠগড়ায় মাতেউ: স্যামুয়েল উমতিতি যদি হন বার্সার সৌভাগ্যের প্রতীক, ত হালে জেরেমি মাতেউ হলেন খলনায়ক। মালাগার বিরুদ্ধে হারের জন্য তাঁকেই কাঠগড়ায় তুলছে স্প্যানিশ সংবাদমাধ্যম। লা লিগায় বার্সার চারটি হারের মধ্যে তিনটিতেই মাঠে ছিলেন মাতেউ। ভ্যালেন্সিয়ার প্রাক্তন ডিফেন্ডারের ভুলেই ৩২ মিনিটে গোল করে মালাগা-কে এগিয়ে দিয়েছিলেন স্যান্দ্রো রামিরেজ। তাই ২০১৮ পর্যন্ত চুক্তি থাকলেও বার্সায় মাতেউ-র ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

আশাবাদী মাসচেরানো: রিয়াল মাদ্রিদ লা লিগায় আরও পয়েন্ট নষ্ট করবে বলে মনে করছেন হাভিয়ার মাসচেরানো। বার্সা ডিফেন্ডার বলেছেন, ‘‘আশা করছি, রিয়াল ফের পয়েন্ট নষ্ট করবে। তবে যে কোনও মূল্যে বের্নাবাউতে আমাদের জিততেই হবে।’’ সেই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন, এল ক্লাসিকোর আগে মালাগার বিরুদ্ধে হার বার্সা ফুটবলারদের আত্মবিশ্বাসে আঘাত দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar La Liga Barcelona Malaga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE