Advertisement
১৭ এপ্রিল ২০২৪

রিয়ালেই খেলুন নেমার, চান বাবা

ইউরোপের অন্য বড় কোনও ক্লাব বলতে বোঝাই যাচ্ছে সেটা রিয়াল মাদ্রিদ। সবাই জানেন, রেকর্ড অর্থে তিনি বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে যোগ দেন।

বাবার সঙ্গে নেমার। ফাইল চিত্র

বাবার সঙ্গে নেমার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৩:২৭
Share: Save:

নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) মাত্র এক মরসুম প্যারিস সাঁ জারমাঁতে থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনা অন্য মাত্রা পেল এক ফরাসি দৈনিকের খবরে। নতুন খবর হল, তাঁর বাবা নাকি পিনি জাহাভিকে বলেছেন, এমন কিছু করতে যাতে পরের মরসুমে তাঁর ছেলে ইউরোপের নতুন কোনও ক্লাবে অনায়াসে যোগ দিতে পারেন। এই পিনি হলেন ইউরোপের সবচেয়ে বড় এজেন্টদের একজন।

ইউরোপের অন্য বড় কোনও ক্লাব বলতে বোঝাই যাচ্ছে সেটা রিয়াল মাদ্রিদ। সবাই জানেন, রেকর্ড অর্থে তিনি বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে যোগ দেন। এখন যা পরিস্থিতি তাতে রিয়ালে নেমার যোগ দিলে আবার ফুটবলার বেচা-কেনার ইতিহাসে নতুন একটা রেকর্ড হতে যাচ্ছে। কারণ রিয়াল তাঁকে কিনলে সম্ভাব্য দর ধরা হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় বাইশ হাজার কোটি।

এমনিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বড় ধাক্কা খেয়ে বসল রিয়াল মাদ্রিদ। বুধবার সেভিয়ার কাছে ২-৩ গোলে হেরে গেল তারা। চোট থাকায় খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে রিয়াল ম্যানেজার তাঁর প্রথম দলের অনেককেই বিশ্রাম দেন। এমনকী রিজার্ভ বেঞ্চেও রাখেননি লুকা মদ্রিচ ও মার্সেলোকে। তবু জিদানের আশা ছিল, অন্যরাই এই ম্যাচ থেকে রিয়ালকে পুরো পয়েন্ট এনে দেবেন। স্বভাবতই সেখানে একেবারে হেরে যাওয়ায় বেশ হতাশ তিনি।

পাশপাশি বিপক্ষ দলে এক ঝাঁক তারকা না থাকার পুরো সুবিধা নিল সেভিয়া। তাদের হয়ে দু’টি গোল করলেন উইসাম বেন ইয়েদের ও মিগেল ল্যানু। এবং সের্খিয়ো রামোসের আত্মঘাতী গোল সেভিয়াকে এই ম্যাচে অপ্রত্যাশিত জয় এনে দিল। তার উপর রিয়াল অধিনায়ক আবার পেনাল্টি থেকেও গোল করতে পারেননি। ম্যাচের পরে জিদান বলেন, ‘‘লা লিগায় এই হারে আমাদের কিছু আসে-যায় না। তবে সামনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তার আগে ম্যাচটা জিততে পারলে ভাল হত। তবু বলব এই হার নিয়ে আফসোস নেই। দ্বিতীয়ার্ধে ছেলেরা জেতার জন্য সব রকম চেষ্টাই করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar Jr. PSG Real Madrid Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE