Advertisement
২৭ এপ্রিল ২০২৪
চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে আতঙ্কের সেই স্মৃতি ফিরল প্যারিসে

খুশি নন, জিদান চান নেমার খেলুন

চার বছর আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার খুয়ান জুনিগা-র হাঁটুর ধাক্কায় কোমরে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন নেমার।

বিপর্যয়: চোট পেয়ে মাঠেই লুটিয়ে পড়লেন নেমার। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন ব্রাজিলীয় তারকা। ছবি: টুইটার

বিপর্যয়: চোট পেয়ে মাঠেই লুটিয়ে পড়লেন নেমার। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন ব্রাজিলীয় তারকা। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৫৫
Share: Save:

পিএসজি ৩ : মার্সেই ০

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) দ্বৈরথের দ্বিতীয় পর্বের নয় দিন আগেই বিপর্যয়! গোড়ালিতে চোট পেয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অনিশ্চিত হয়ে পড়লেন নেমার।

চার বছর আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার খুয়ান জুনিগা-র হাঁটুর ধাক্কায় কোমরে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন নেমার। সে দিনই কার্যত ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। সেমিফাইনালে জার্মানি সাত গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিলকে। রবিবার রাতে আতঙ্কের সেই স্মৃতি ফিরল প্যারিসে। ৭৭ মিনিটে মার্সেই মিডফিল্ডার বোউনা সারের ট্যাকলে ছিটকে পড়েন নেমার। যন্ত্রণায় মাঠেই দু’হাতে মুখ ঢেকে শুয়ে ছিলেন ব্রাজিল তারকা। এমনকী, স্ট্রেচারে মাঠ ছাড়ার সময়ও দু’হাতে মুখ ঢেকে রেখেছিলেন তিনি।

নেমারের নেতৃত্বেই মার্সেইয়ের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল সঁ জারমঁ (পিএসজি)। ১০ মিনিটে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপে। ২৭ মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন মার্সেই ডিফেন্ডার রোনাল্ডো জর্জে ফনসেকা। ৫৫ মিনিটে পিএসজি-কে এগিয়ে দেন এদিনসন কাভানি। মিনিট কুড়ির মধ্যেই মাঠে ফেরার লড়াই অবশ্য সোমবার সকাল থেকেই শুরু করে দিয়েছেন নেমার। ডান পায়ের গোড়ালিতে ফের যাতে আঘাত না লাগে তার জন্য বিশেষ স্ট্র্যাপ ব্যবহার করছেন। পিএসজি ম্যানেজার উনাই এমরেও বলেছেন, ‘‘প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে গোড়ালি মচকে যাওয়ায় পেশিতে চোট পেয়েছে নেমার। আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখার জন্য আর কিছু পরীক্ষার প্রয়োজন। তবে আমি আশাবাদী রিয়ালের বিরুদ্ধে নেমারকে পাওয়ার ব্যাপারে।’’

আহত: চোট পেয়ে বাইরে চলে যাচ্ছেন নেমার। রবিবার রাতে।ছবি: এএফপি

আশাবাদী রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানও। সান্তিয়াগো বের্নাবাউতে প্রথম লেগে নেমারের দুরন্ত পাস থেকেই গোল করে পিএসজি-কে এগিয়ে দিয়েছিলেন আদ্রিয়ান রাবিয়ত। যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ জিতেছিল রিয়াল। কিন্তু পুরো ম্যাচে বারবারই জিদানের দলের রক্ষণকে সমস্যায় ফেলেছিলেন নেমার। ম্যাচের পরে ব্রাজিল তারকার হুঙ্কার ছিল, ‘‘এ বার রিয়াল কিন্তু খেলবে আমাদের ঘরের মাঠে।’’ অথচ দ্বৈরথের নয় দিন আগেই চোট পেয়ে নেমার অনিশ্চিত হয়ে পড়লেন। জিদান বলেছেন, ‘‘আশা করি, নেমার আমাদের বিরুদ্ধে খেলবে। আমি কখনও চাই না, প্রতিপক্ষের কোনও ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar Jr. Injury PSG Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE