Advertisement
১১ মে ২০২৪

আজ থেকেই প্যারিসে বল নিয়ে মাঠে নামছেন নেমার

ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন নেমার। তাঁর পায়ে অস্ত্রোপচারও করাতে হয়। আগের চেয়ে সুস্থ হলেও এখনও মাঠে ফিরতে পারেননি তিনি।

আলোচনায়: এই ছবি টুইট করায় জল্পনা, নেমার থেকে যাবেন প্যারিসে।

আলোচনায়: এই ছবি টুইট করায় জল্পনা, নেমার থেকে যাবেন প্যারিসে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০৩:১৮
Share: Save:

প্যারিস সাঁ জারমাঁয় তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) মরিয়া চোটের আতঙ্ক কাটিয়ে উঠতে!

ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন নেমার। তাঁর পায়ে অস্ত্রোপচারও করাতে হয়। আগের চেয়ে সুস্থ হলেও এখনও মাঠে ফিরতে পারেননি তিনি। অথচ বিশ্বকাপের আর মাত্র ৩৩ দিন বাকি। ব্রাজিল কিংবদন্তি জিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে উদ্বিগ্ন নেমার বলেছেন, ‘‘এখন স্বাভাবিক ভাবেই হাঁটছি। কিন্তু মনে ভয় থেকেই গিয়েছে। দ্রুত এই আতঙ্ক দূর করে ছন্দে ফিরতে হবে।’’ পিএসজি-র তরফে জানানো হয়েছে, এ দিন নেমারের শারীরিক পরীক্ষা হয়েছে। রবিবার থেকেই বল নিয়ে অনুশীলন শুরু করবেন তিনি।

চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে মারাত্মক চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেমিফাইনালে নেমার-হীন ব্রাজিলকে সাত গোলে চূর্ণ করেছিল জার্মানি। এ বার বিশ্বকাপ শুরু হওয়ার চোট পেলেন ব্রাজিলের সেরা অস্ত্র। নেমার বলেছেন, ‘‘রাশিয়া বিশ্বকাপে আমাদের নিয়ে প্রত্যাশা তুঙ্গে। তাই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সেরা ছন্দে ফেরাটা গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত সবই সুষ্ঠু ভাবে চোট নিয়ে আতঙ্কের মধ্যেই ফের তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। নেপথ্যে নেমারের টুইট। চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান বলেছেন, ‘‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নেমারের কোনও সমস্যা নেই।’’ এর কয়েক ঘণ্টার মধ্যেই ব্রাজিল তারকার সেই টুইট, ‘নতুন জার্সি পরার জন্য গর্বিত। আনন্দ দিয়ে যেতে চাই।’

যদিও পিএসজি-র জার্সি পরা ছবিই টুইটারে পোস্ট করেছেন নেমার। স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, টুইটের মাধ্যমে রিয়ালে যাওয়ার ইঙ্গিতই দিয়েছেন ব্রাজিল তারকা। স্পেনের অন্য একটি সংবাদ মাধ্যম দাবি করেছেন, পিএসজি মালিক তামিম বিন হামাদ আল থানি যাতে নেমারকে ছেড়ে দেন, তার জন্য ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন রিয়াল মাদ্রিদের কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar Jr. PSG Football Fitness practice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE