Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কিরিয়সের অশ্লীল মন্তব্যে বিতর্কের আগুন টেনিসে

ফের বিতর্কে টেনিসের ব্যাডবয় নিক কিরিয়স! অস্ট্রেলিয়ার উঠতি তারকা কোর্টে এ বার এমন প্রসঙ্গ তুলে স্লেজিং করেছেন যাতে মাথায় আগুন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার মতো ঠান্ডা মাথার চ্যাম্পিয়নেরও। ফরাসি ওপেন জয়ী সুইস নায়কের বান্ধবীকে নিয়ে কোর্টে দাঁড়িয়েই রীতিমতো আপত্তিকর মন্তব্য করেছেন কিরিয়স।

টেনিসেও ঢুকে গেল অজি স্লেজিং। কিরিয়সের (ডান দিকে) শিকার ওয়ারিঙ্কা।

টেনিসেও ঢুকে গেল অজি স্লেজিং। কিরিয়সের (ডান দিকে) শিকার ওয়ারিঙ্কা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০৩:৩৪
Share: Save:

ফের বিতর্কে টেনিসের ব্যাডবয় নিক কিরিয়স!

অস্ট্রেলিয়ার উঠতি তারকা কোর্টে এ বার এমন প্রসঙ্গ তুলে স্লেজিং করেছেন যাতে মাথায় আগুন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার মতো ঠান্ডা মাথার চ্যাম্পিয়নেরও। ফরাসি ওপেন জয়ী সুইস নায়কের বান্ধবীকে নিয়ে কোর্টে দাঁড়িয়েই রীতিমতো আপত্তিকর মন্তব্য করেছেন কিরিয়স। যাতে শান্ত স্বভাবের ওয়ারিঙ্কাও মারাত্মক ক্ষুব্ধ। তিনি এতটাই চটেছেন যে চান, কিরিয়সের বিরুদ্ধে ব্যবস্থা নিক এটিপি। তাঁর টুইট, ‘‘ও যা বলেছে সেটা আমি চরম শত্রুকেও কখনও বলতে পারব না। এই ধরনের নীচ আচরণ কখনই মেনে নেওয়া যায় না। অবিশ্বাস্য!’’

ঠিক কী বলেছেন কিরিয়স?

মনট্রিয়ল মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন একটি পয়েন্ট নিয়ে কথা কাটাকাটির পর কোর্টের উল্টোদিকে থাকা ওয়ারিঙ্কাকে তিনি বলেন, ‘‘জান তো তোমার বান্ধবী কোকিনাকিসের শয্যাসঙ্গিনী ছিল।’’ কোর্টের মাইক্রোফোনে যা স্পষ্ট ধরা পড়ে। থানাসি কোকিনাকিস অস্ট্রেলিয়ার আর এক উঠতি টেনিস তারকা এবং কিরিয়সের সতীর্থ। মনে করা হচ্ছে কিরিয়সের মন্তব্যের তির ১৯ বছরের ক্রোয়োশিয়ান টেনিস প্লেয়ার ডোনা ভেকিচকে লক্ষ্য করেই ছিল। চলতি বছরের গোড়ার দিকে বিবাহবিচ্ছেদের পর যাঁর সঙ্গে ওয়ারিঙ্কার তুমুল প্রেমপর্ব চলছে বলে শোনা যাচ্ছে। আর এই ভেকচিকই গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস টিমে কোকিনাকিসের পার্টনার ছিলেন।

শেষ পর্যন্ত মন্ট্রিয়লে এই ম্যাচ থেকেই ওয়ারিঙ্কা চোটের জন্য পরে সরে দাঁড়ান। ম্যাচের পর স্লেজিং করা নিয়ে ক্ষমা চাওয়া তো দূর উল্টে কিরিয়স নাকি একটি কানাডিয়ান টিভি চ্যানেলকে বলে দেন, ‘‘আমার সঙ্গে ঝামেলা করছিল তাই বলেছি।’’

এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও কিরিয়সের কোর্ট আর কোর্টের বাইরে চড়া মেজাজ আর আপত্তিকর মন্তব্য নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। জুনে উইম্বলডনে চেয়ারআম্পায়ারকে গালিগালাজ করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। যার এক সপ্তাহ পরেই একটি টুর্নামেন্টে নেমে এত জোরে র‌্যাকেট মাটিতে ছুড়ে মারেন কিরিয়স যে সেটা মাটিতে আছড়ে পড়ার পর লাফিয়ে গ্যালারির দিকে চলে যায়। ওয়ারিঙ্কা পরে আবার বলেছেন, ‘‘প্রত্যেকটা ম্যাচে ও ঝামেলা পাকায়। প্রত্যেকটা ম্যাচে জঘন্য ব্যবহার করে। শুধু অন্য প্লেয়ারদের সঙ্গেই নয়, বল বয়, আম্পায়ারদের সঙ্গেও। এ বার এটিপি ওর বিরুদ্ধে ব্যবস্থা নিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE