Advertisement
E-Paper

ইঘালোর হ্যাটট্রিকে বড় জয় নাইজিরিয়ার

লিবিয়ার বিরুদ্ধে ‘সুপার ঈগলস’ খেলার শুরুতেই পেনাল্টি পেয়ে যায়। ইঘালো ১-০ করতে ভুল করেননি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ০৩:৫৬
নায়ক: ইঘালো জয় এনে দিলেও অখুশি কোচ। —ফাইল চিত্র

নায়ক: ইঘালো জয় এনে দিলেও অখুশি কোচ। —ফাইল চিত্র

আফ্রিকান নেশনস কাপ কোয়ালিফায়ার্সে নাইজিরিয়া ৪-০ গোলে হারাল লিবিয়াকে। হ্যাটট্রিক করলেন ইপিএলে ওয়াটফোর্ডের প্রাক্তন স্ট্রাইকার ওদিয়োন ইঘালো। যথেষ্ট দাপট নিয়ে জয়। অথচ নাইজিরিয়ার জার্মান কোচ গের্নট রোর বলে দিলেন, ‘‘আমার ছেলেরা আহামরি কিছু খেলেনি। স্কোর লাইন সব সময় সত্যি কথা বলে না।’’

লিবিয়ার বিরুদ্ধে ‘সুপার ঈগলস’ খেলার শুরুতেই পেনাল্টি পেয়ে যায়। ইঘালো ১-০ করতে ভুল করেননি। কিন্তু লিবিয়া যথেষ্ট প্রতিরোধ গড়ায় প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেননি রোরের ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে খেলতে শুরু করে নাইজিরিয়া। সফলও হয়। এই মুহূর্তে চিনা লিগের ফুটবলার ইঘালো আরও দু’টি গোল করে হ্যাটট্রিকও করে ফেলেন। পুরোপুরি একক প্রচেষ্টায় চতুর্থ গোলটি করেন ফরাসি লিগে বোর্দো ক্লাবের ফুটবলার স্যামুয়েল কালু।

আফ্রিকান নেশনস কাপের দ্বিতীয় লেগের খেলা শুরু হয়ে যাবে তিন দিন পরেই। নাইজিরিয়ার জার্মান কোচ মনে করেন, তাঁর দলের খেলায় অনেক খামতি আছে। পরবর্তী ম্যাচগুলিতে যা শুধরে নিতে না পারলে ফল ভুগতে হবে। রোরের কথা, ‘‘ফল যাই হোক, মোটেই আমরা নিখুঁত ফুটবল খেলিনি। বিশেষ করে আমাদের রক্ষণে প্রচুর সমস্যা রয়েছে। ডিফেন্ডাররা ঠিক মতো কভারিং করতে পারছে না। আজ লিবিয়া গোল করে দিলে আমি অবাক হতাম না। এই সব দুর্বলতা কাটিয়ে উঠতে পারলেই একমাত্র আগামী দিনে আমরা ভাল ফল করতে পারব।’’

এই প্রতিযোগিতায় নাইজিরিয়া খেলছে ‘ই’ গ্রুপে। আপাতত তারা দু’নম্বরে রয়েছে। গ্রুপে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে সেশেলসকে ৬-০ গোলে হারিয়ে তারা গ্রুপে শীর্ষস্থানে উঠে এসেছে। লিবিয়া রয়েছে তিন নম্বরে।

Football ওদিয়োন ইঘালো Odion Ighalo নাইজিরিয়া আফ্রিকান নেশনস কাপ লিবিয়া Nigeria Libya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy