হঠাৎই টেলিভিশনের চ্যানেল ঘোরাতে ঘোরাতে থমকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার বিকেলে নিজের অফিসেই ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটু হালকা মেজাজে খেলার চ্যানেলই দেখছিলেন। খেলার একটি চ্যানেলে তখন যেন সেই প্রথম টেস্টের নিজেকে খুঁজে পেলেন সৌরভ।
১৯৯৬-এর লর্ডস। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। সৌরভের জীবনের হয়ত সেরা স্মৃতি এটাই। শুধু সৌরভের কেন, ভারতের ক্রিকেটপ্রেমীদের মনেও এই স্মৃতি আজও তাজা।
প্রথম টেস্ট প্রথম সেঞ্চুরি। মাইক আর্থার্টনের নেতৃত্বে খেলতে নামা ইংল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। দ্রাবিড় সেই ম্যাচে ৯৫ রান করেছিলেন।
আরও পড়ুন
উঠে গেল নির্বাসন, কেপ টাউন টেস্টে খেলবেন রাবাডা
নিজের ক্রিকেট জীবনের সেই মুহূর্তকেই যেন আরও একবার ফিরে দেখলেন সৌরভ। সেই ম্যাচ টেলিভিশনে দেখার ছবি টুইট করে সৌরভ লেখেন, ‘‘অফিসে ছিলাম... টিভিতে আমার প্রথম টেস্ট সেঞ্চুরিটি দেখাচ্ছিল। এর থেকে ভাল স্মৃতি আর কিছু হতে পারে না।’’ সেই ম্যাচে সৌরভ থেমেছিলেন ৩০১ বলে ১৩১ রানে। তার মধ্যে ছিল ২০টি বাউন্ডারি।
At Office ..just saw star showing my first test hundred ..no better memories ... pic.twitter.com/yK2J5Qktbl
— Sourav Ganguly (@SGanguly99) March 20, 2018
সৌরভ গঙ্গোপাধ্যায় ১০ নম্বর ভারতীয় যিনি টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। সব মিলে এখনও পর্যন্ত তালিকাটা ১৪ জনের। লালা অমরনাথ ছিলেন প্রথম। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৩৩এ অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি।