Advertisement
০৫ মে ২০২৪
Vijay Shankar

হার্দিকের সঙ্গে প্রতিযোগিতা নেই, সাফ বললেন বিজয় শঙ্কর

এখনও পর্যন্ত চার ওয়ানডে ও আট টি-টোয়েন্টি খেলেছেন বিজয় শঙ্কর। একদিনের ক্রিকেটে পেয়েছেন মাত্র একটাই ইনিংস। যাতে করেছেন ৪৫ রান। চাপের মুখে এই ইনিংস প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেটমহলের। তবে কোনও উইকেট পাননি তিনি।

বিজয় শঙ্কর ও হার্দিক পান্ড্য, দু’জনেই কি থাকবেন ভারতের বিশ্বকাপের স্কোয়াডে?

বিজয় শঙ্কর ও হার্দিক পান্ড্য, দু’জনেই কি থাকবেন ভারতের বিশ্বকাপের স্কোয়াডে?

নিজস্ব প্রতিবেদন
চেন্নাই শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫০
Share: Save:

হার্দিক পান্ড্য ও বিজয় শঙ্কর, দুই অলরাউন্ডারই কি থাকবেন বিশ্বকাপে ভারতের স্কোয়াডে? এমন সম্ভাবনা তৈরি হয়েছে আচমকাই। নিউজিল্যান্ডে সদ্যসমাপ্ত সফরে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের স্কোয়াডেও রয়েছেন বিজয়।

বিশ্বকাপের স্কোয়াডে এর আগে একজন পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিককেই নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু, জাতীয় নির্বাচকদের দ্বিধায় ফেলে দিয়েছেন বিজয় শঙ্কর। যদিও তিনি নিজে বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে টাঙিয়ে রাখছেন না।

হার্দিকের সঙ্গে খেলার ব্যাপারে বিজয় শঙ্কর সাফ বলেছেন, “নিউজিল্যান্ডে আমরা যখন দু’জনেই একসঙ্গে খেলছিলাম, তখন প্রচুর কথাবার্তা হয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে কী ভাবে বল করতে হবে, তা নিয়ে ভাবনার আদান-প্রদা ঘটেছে। বিভিন্ন ব্যাটসম্যানের কার ক্ষেত্রে কোন লাইন-লেংথ বেশি কার্যকরী হবে, তা নিয়েও কথা বলেছিলাম।”

খেলুন হার্দিক পান্ড্যকে নিয়ে কুইজ

আরও পড়ুন: কোহালিকে থামাতে মুশকিলে পড়বে অস্ট্রেলিয়া, মনে করছেন ম্যাথু হেডেন​

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ না খেলার দাবি এ বার বোর্ডকর্তাদের মুখেও​

এখনও পর্যন্ত চার ওয়ানডে ও আট টি-টোয়েন্টি খেলেছেন বিজয় শঙ্কর। একদিনের ক্রিকেটে পেয়েছেন মাত্র একটাই ইনিংস। যাতে করেছেন ৪৫ রান। চাপের মুখে এই ইনিংস প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেটমহলের। এই চার ম্যাচে কোনও উইকেট পাননি তিনি। তবে তাঁর ইকনমি রেট ছিল ৪.৮৭। যা প্রশংসনীয়। আর কুড়ি ওভারের ফরম্যাটে ২৫.২৫ গড়ে তিনি করেছেন ১০১ রান। সর্বোচ্চ হল ৪৩। এই ফরম্যাটে তিনি নিয়েছেন তিন উইকেট। ইকনমি রেট অবশ্য ৯.০০।

বিজয় সাফ বলেছেন, “ব্যক্তিগত ভাবে এখনও বিশ্বকাপের ভাবনা মাথায় রাখিনি। এখনও অনেক বাকি রয়েছে বিশ্বকাপের। অন্য অনেক ম্যাচও রয়েছে আমার সামনে। আমাকে কী করতে হবে, তাতে ফোকাস রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের কথা এখন মাথায় না রাখলেও চলে। আর আমি সাধারণত নির্বাচন নিয়ে বেশি মাথা ঘামাই না। নিজের কাজেই নজর দিই। চেষ্টা করি নিজের কাজটা ১০০ শতাংশ করার।” ২৪ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিজয় শঙ্করের প্রাথমিক লক্ষ্য এখন ওই সিরিজে নিজেকে চেনানো।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE