বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কোনও সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্টের নির্দেশে গড়া প্রশাসকদের কমিটি (সিওএ)। এই ব্যাপারে কেন্দ্রীস সরকারের দিকেই তাকিয়ে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলওয়ামায় জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে ১৬ জুন বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছে সংশয়। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংয়ের মতো ক্রিকেটব্যক্তিত্বও বিশ্বকাপে এই ম্যাচ বয়কটের পক্ষে মত দিয়েছেন।
কিন্তু, প্রশাসকদের কমিটি এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না। কমিটির প্রধান বিনোদ রাই বলেছেন, “আমরা সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছি। তবে ১৬ জুনের ম্যাচ নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই ম্যাচের এখনও ঢের দেরি রয়েছে। আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত পরে নেব। সরকারের সঙ্গে আলোচনা করেই তা নেওয়া হবে।”