বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুক্রবার শিরোনামে আমেরিকার দুই স্প্রিন্ট তারকা নোয়া লাইলস ও মেলিসা জেফারসন-উডেন।
২০০ মিটারে টানা চার নম্বর সোনা জিতে কিংবদন্তি ইউসেইন বোল্টকে ছুঁলেন লাইলস। সময় নেন ১৯.৫২ সেকেন্ড। এর আগে তিন বার লাইলস সোনা জিতেছেন ২০১৯, ২০২২ ও ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। শুক্রবার রুপো ও ব্রোঞ্জ জেতেন যথাক্রমে আমেরিকার কেনেথ বেডনারেক (১৯.৫৮ সেকেন্ড) ও জামাইকার ব্রায়ান লেভেল (১৯.৬৪ সেকেন্ড)।
জামাইকার কিংবদন্তি বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে চার বার সোনা জিতেছিলেন ২০০৯, ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে। এ ছাড়া তিনি রুপো পান ২০০৭ সালে। বোল্টের পরে লাইলসই প্রথম ২০০ মিটারে টানা চারটি সোনা জেতার নজির গড়লেন। শুক্রবার লড়াইটা ছিল মূলত লাইলস ও অলিম্পিক্স চ্যাম্পিয়ন বৎসোয়ানার লেটসিলে টেবোগোর। কিন্তু তাঁর দেশের প্রথম অলিম্পিক্স সোনাজয়ী লেটসিলে টোকিয়ো বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ করলেন চার নম্বরে (১৯.৬৫)। ‘‘ভীষণ ভাবে চেয়েছিলাম এই জয়। ধৈর্য রাখাটা আজ খুব গুরুত্বপূর্ণ ছিল। জানতাম কয়েক জন প্রতিপক্ষ চাপে ফেলে দিতে পারে। কিন্তু আমি নিজেকে চাপে না ফেলে লক্ষ্যে পৌঁছতে পেরেছি,’’বলেন লাইলস।
শুধু পুরুষদের ২০০ মিটারেই নয়, মেয়েদের বিভাগেও সোনা গেল আমেরিকার দখলে। যেখানে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন আমেরিকার মেলিসা জেফারসন উডেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা ব্রিটেনের অ্যামি হান্টকে (২২.১৪) অনেকটা পিছিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন ২১.৬৮ সেকেন্ড সময় করে। ব্রোঞ্জ জেতেন জামাইকার শেরিকা জ্যাকসন (২২.১৮)।
১০০ মিটারেও সোনা জিতেছিলেন মেলিসা। ফলে ১২ বছর পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই সঙ্গে মেয়েদের ১০০ ও ২০০ মিটার জিতে নজির গড়লেন মেলিসা। শেষ বার যা করে দেখিয়েছিলেন জামাইকার কিংবদন্তি শেলি অ্যান ফ্রেজার প্রাইস ২০১৩বিশ্ব চ্যাম্পিয়নশিপে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)