Advertisement
১১ মে ২০২৪
Sports News

বিরাটের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ভিত্তিহীন বললেন কুম্বলে

বিরাটের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিলেন দলের হেড কোচ অনিল কুম্বলে। দু’দিন আগেই ব্রিটিশ মিডিয়া বিরাট কোহালির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিল। যদিও ইংল্যান্ড দলের পক্ষ থেকে তেমন কোনও অভিযোগ জানানো হয়নি।

হালকা মেজাজে কোচ কুম্বলে ও অধিনায়ক কোহালি। ছবি: পিটিআই।

হালকা মেজাজে কোচ কুম্বলে ও অধিনায়ক কোহালি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৯:৩০
Share: Save:

বিরাটের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিলেন দলের হেড কোচ অনিল কুম্বলে। দু’দিন আগেই ব্রিটিশ মিডিয়া বিরাট কোহালির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিল। যদিও ইংল্যান্ড দলের পক্ষ থেকে তেমন কোনও অভিযোগ জানানো হয়নি। কিন্তু ব্রিটিশ মিডিয়ার অভিযোগে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে বিশ্ব ক্রিকেট। আসলে নামটি বিরাট কোহালি। যদিও বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে নিজেদের ভূমিকা স্পষ্ট করেই জানিয়ে দিলেন কুম্বলে। বলেন, ‘‘প্রথমতঃ তো মিডিয়া রিপোর্টের ভিত্তিতে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি যত দূর জানি, আম্পায়ার বা ম্যাচ রেফারি এই নিয়ে আমাদের সঙ্গে কোনও কথা বলেননি। এরকম একটা গল্পকে আমরা কোনওভাবেই বাড়তে দিতে পারি না।’’

বিট্রিশ একটি ট্যাবলডের বক্তব্য ছিল রাজকোটে প্রথম টেস্টে ভারত অধিনায়ক মুখ থেকে কিছু নিয়ে বলে বার বার লাগাচ্ছিলেন। যেটা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ শেষের পাঁচ দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে প্রতিপক্ষ দলের পক্ষ থেকে। যেটা পেড়িয়ে গিয়েছে। কুম্বলে বলেন, ‘‘এটা নিয়ে সত্যি কোনও চিন্তার বিষয় নেই। মানুষ যা ইচ্ছে বলতে পারে যা ইচ্ছে অভিযোগ তুলতে পারেন, সংবাদ মাধ্যমে যা ইচ্ছে লেখা হতে পারে। আমাদের বিশ্বাস আমাদের কোনও প্লেয়ার এমন কিছু ঘটনা ঘটাবে না।’’

বিরাট কোহালির বিরুদ্ধে অভিযোগ ওঠার ক’দিন আগেই ফাপ দু প্লেসির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। যদিও তা অস্বীকার করেন তিনি। কিন্তু তাঁ ম্যাচ ফির পুরোটাই জরিমানা স্বরূপ কেটে নেওয়া হয়। সেই প্রসঙ্গও টেনে আনেন কুম্বলে। বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা আসাধারণ ফুটবল খেলছে।অস্ট্রেলিয়ার থেকে ২-০তে এগিয়ে রয়েছে। আর দু প্লেসির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠছে, খুব হাস্যকর। একটা ছোট্ট জিনিসকে বড় করে দেখানো হচ্ছে।’’

আরও খবর

ব্রিটিশ মিডিয়ার অভিযোগ, প্রথম টেস্টে বল বিকৃত করেছেন বিরাট কোহালি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Anil Kumble
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE