Advertisement
E-Paper

ইপিএলে ড্র করে ক্লপ: বরফের বিরুদ্ধেও খেললাম

ক্লপ রেফারির উপরেও ক্ষুব্ধ। তিনি মনে করছেন, দ্বিতীয়ার্ধে একটি নিশ্চিত পেনাল্টি তাঁদের দেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩৩
বরফস্নাত: অ্যানফিল্ডে য়ুর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগে। ছবি: রয়টার্স।

বরফস্নাত: অ্যানফিল্ডে য়ুর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগে। ছবি: রয়টার্স।

লিভারপুল ১ • লেস্টার সিটি ১

বোর্নমুথ ৪ • চেলসি ০

টটেনহ্যাম ২ • ওয়াটফোর্ড ১

লিভারপুলে এখন গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই অ্যানফিল্ডে বুধবার রাতে য়ুর্গেন ক্লপের দলকে খেলতে হল লেস্টার সিটির বিরুদ্ধে। ক্লপ মজা করে বলে গেলেন, শুধু লেস্টার সিটি নয়, তাঁরা খেলেছেন মাঠে জমে থাকা বরফের সঙ্গেও। ২৯ বছর পরে প্রিমিয়ার লিগ জয়ের প্রবল দাবিদার লিভারপুল ম্যানেজার ভীষণই হতাশ লেস্টার সিটির সঙ্গে এই ম্যাচ ১-১ ড্র হওয়ায়। লিগ শীর্ষে থাকলেও ড্র হওয়ায় প্রবল প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান থেকে গেল মাত্র ৫। প্রিমিয়ার লিগে এখনও ১৪ ম্যাচ খেলতে হবে দু’দলকেই।

খেলার তিন মিনিটেই সেনেগালের উইঙ্গার সাদিয়ো মানে লিভারপুলকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার মুখে ফল ১-১ করে দেন লেস্টার সিটির সেন্টার ব্যাক হ্যারি মাগুয়ের। অনেক চেষ্টা করেও লিভারপুল দ্বিতীয় গোল পায়নি। ক্লপ যা নিয়ে বললেন, ‘‘গোলটা হবে কী করে? বলই তো মাঠের বরফে বারবার আটকে যাচ্ছিল। আমরা তো নিজেদের মধ্যে পাসই খেলতে পারিনি। ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে বল যাচ্ছিলই না।’’

ক্লপ রেফারির উপরেও ক্ষুব্ধ। তিনি মনে করছেন, দ্বিতীয়ার্ধে একটি নিশ্চিত পেনাল্টি তাঁদের দেওয়া হয়নি। প্রিমিয়ার লিগে অবশ্য বুধবার আরও বড় অঘটন ঘটিয়েছে বোর্নমুথ। চেলসিকে ৪-০ হারিয়ে। লোন-এ নেওয়া চেলসির গঞ্জালো হিগুয়াইন চূড়ান্ত ব্যর্থ। লিগ টেবলে চেলসিকে (২৪ ম্যাচে ৪৭) পিছনে ফেলে গোল পার্থক্যে আর্সেনাল (৪৭) এখন চার নম্বরে। প্রথম তিন যথাক্রমে লিভারপুল (৬১), ম্যান সিটি (৫৬) ও টটেনহ্যাম (৫৪)। হ্যারি কেনকে ছাড়াই টটেনহ্যাম বুধবার ২-১ হারিয়েছে ওয়াটফোর্ডকে। গোল করেন সন হিউন-মিন ও ফের্নান্দো লরেন্তে।

Football Jurgen Klopp EPL Leicester City Liverpool
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy